টুকরো খবর
পুরভোটের প্রচারে আজ ফিরহাদ-রাহুল
পুরভোটের প্রচারে আজ, বুধবার মেদিনীপুর আসছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার শহরে তিনটি নির্বাচনী পথসভা করার কথা রয়েছে তাঁর। শুরুতে পথসভা হবে পাথরঘাটায়। তারপর কোতয়ালি বাজার এবং বড় আস্তানা এলাকায়। জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি জানান, পুরমন্ত্রী বুধবার তিনটি পথসভা করবেন। দলীয় প্রার্থীদের সমর্থনে পথসভার আয়োজন করা হচ্ছে। অন্য দিকে, বুধবারই পুরভোটের প্রচারে মেদিনীপুরে আসছেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। বুধবার বিকেলে গেটবাজার এলাকার অদূরে পথসভা করার কথা রয়েছে তাঁর। বিজেপির শহর সভাপতি অরূপ দাস জানান, দলের রাজ্য সভাপতি দু’টি পথসভা করবেন। একটি বুধবার। অন্যটি বৃহস্পতিবার। দলীয় প্রার্থীদের সমর্থনে পথসভার আয়োজন করা হচ্ছে। আগামী ২২ নভেম্বর মেদিনীপুর পুরসভা নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলই জোরকদমে প্রচারে নেমে পড়েছে। ইতিমধ্যে মেদিনীপুরে এসে নির্বাচনী পথসভা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ মুকুল রায়। আগামী দিনে আরও ‘হেভিওয়েট’ মন্ত্রী-নেতারা প্রচারে আসতে পারেন বলে দলীয় সূত্রে খবর।

নিরাপত্তাকর্মীর ঝুলন্ত দেহ
ঝুলন্ত অবস্থায় এক নিরাপত্তাকর্মীর দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ খড়্গপুরের মালঞ্চ রোডের একটি ফ্লাটের মধ্য থেকে ওই দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত কাঞ্চন গোস্বামীর (৪৬) বাড়ি এলাকারই ভগবানপুর সংলগ্ন খরিদার কুমোরপাড়ায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই ওই এলাকার অশোক মুদালিয়া নামে এক ব্যবসায়ীর ফ্লাটে নিরাপত্তাকর্মীর কাজ করতেন কাঞ্চনবাবু। ওই ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার হয় কাঞ্চনবাবুর দেহ। সাংসারিক অশান্তিতে কাঞ্চনবাবু মানসিক ভাবে ভেঙে পড়েই আত্মঘাতী হন বলে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা। পরিবারের একাংশের তরফে কাঞ্চনবাবুকে খুন করা হয়েছে বলে দাবি করা হলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি।

আলোচনা সভা
প্রোগ্রেসিভ রুরাল মেডিক্যাল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা এবং জনস্বাস্থ্য বিষয়ক আলোচনাসভা হল মঙ্গলবার। মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ এবং জারিনা ইয়াসমিন, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা, ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের জেলা যুগ্ম আহ্বায়ক সুব্রত সরকার প্রমুখ। সভায় গ্রামীণ চিকিৎসকদের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। সরকারি স্বীকৃতি এবং প্রশিক্ষণের দাবি জানানো হয়। ইতিমধ্যে ওই দাবিতে সই সংগ্রহও শুরু হয়েছে। তা মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়ে দেওয়া হবে।

কোতয়ালির লক-আপে দেবযানী
সোমবার রাতে মেদিনীপুর কোতয়ালি থানার লক-আপে থাকলেন সারদা-কাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। তিনি এখন পুলিশি হেফাজতে। সোমবারই একটি মামলায় তাঁকে ঘাটাল মহকুমা আদালতে হাজির করানো হলে দেবযানীর পুলিশি হেফাজত হয়। পুলিশ সূত্রে খবর, ওই দিন বিকেলে কোতয়ালি থানায় আনা হয় এই তাঁকে। সোমবারের পর মঙ্গলবারের রাতটাও তাঁর থানার লক-আপে কাটে। বস্তুত, এই প্রথম মেদিনীপুর কোতয়ালি থানার লক-আপে রাখা হল দেবযানীকে।

অস্ত্র উদ্ধার
মাটি খুঁড়ে ফের অস্ত্র উদ্ধার হল মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া থেকে। পুলিশ সূত্রে খবর, ওই এলাকার একটি পাম্প হাউসের পাশে মাটি খুঁড়ে মঙ্গলবার বিকেলে একটি রিভলভার ও ৯২ রাউন্ড গুলি উদ্ধার করে যৌথবাহিনী। তদন্ত শুরু হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.