খুচরো বাজার আগুন, মূল্যবৃদ্ধি ছাড়াল ১০%
সংবাদসংস্থা • নয়াদিল্লি ও মুম্বই |
সত্যি হল আশঙ্কা। শাক-সব্জি, ফলের আকাশছোঁয়া দামের জেরেই খুচরো বাজারের মূল্যবৃদ্ধি ৭ মাস বাদে অক্টোবরে ফের ছাড়াল ১০%। এ জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে পেঁয়াজ, আলু ও টম্যাটোকে। সাধারণ ভাবে গত বছরের তুলনায় অক্টোবরে সব্জির দাম বেড়েছে ৪৫.৬৭%। ভোগ্যপণ্যের মূল্য সূচকের ভিত্তিতে হিসাব করা এই হার ছুঁয়েছে ১০.০৯%। সেপ্টেম্বরে তা ছিল ৯.৮৪%। মঙ্গলবার প্রকাশিত এই সরকারি পরিসংখ্যান মানুষের ঘাড়ে বাড়তি খরচের বোঝা চাপার ইঙ্গিত দিলেও একই দিনে কিছুটা রুপোলি রেখার আভাস দিয়েছে ২% হারে শিল্প বৃদ্ধি। |
সেপ্টেম্বরে বিদ্যুৎ, খনন ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি ও সাধারণ ভাবে রফতানি বাড়ার হাত ধরে কিছুটা আশার আলো দেখিয়েছে শিল্প। কিন্তু পরিস্থিতি ঘোরালো করেছে টানা ছ’দিন সেনসেক্স ও পাঁচ দিন ধরে টাকার পতন। মঙ্গলবার সূচক পড়ে ২০৯ পয়েন্ট। আর ডলারে টাকা নামে ৪৭ পয়সা। দিনের শেষে প্রতি ডলারের দর দাড়ায় ৬৩.৭১ টাকা। দেওয়ালির পর থেকেই জৌলুস হারিয়ে সেনসেক্স এ পর্যন্ত খুইয়েছে প্রায় ১ হাজার পয়েন্ট। টাকা ফের পতনের বৃত্তে প্রবেশ করার প্রভাব বাজারে পড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
|
উৎসবের মরসুমেও সরাসরি কমলো গাড়ি বিক্রি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
উৎসবের মরসুমটাও ভাল গেল না গাড়ি শিল্পের। গাড়ি নির্মাতা সংস্থাগুলির সংগঠন সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) জানিয়েছে, অক্টোবরে দেশে যাত্রী গাড়ির বিক্রি সরাসরি কমেছে ৩.৮৮%। সংখ্যার হিসাবে যা ১,৬৩,১৯৯। তবে ভাল বর্ষার কারণে গ্রামাঞ্চলে চাহিদা বেড়েছে গাড়ির। সিয়াম কর্তৃপক্ষের মতে, জ্বালানির চড়া দাম, সুদ না-কমা ইত্যাদি কারণেই বিশেষত ছোট গাড়ির ক্রেতারা এখনও বাজার থেকে মুখ ফিরিয়ে রয়েছেন। অক্টোবরে হুন্ডাই মোটরের বিক্রি সামান্য বাড়লেও, তা কমেছে টাটা মোটরস, মারুতি-সুজুকির। ইউটিলিটি ভেহিকলের বিক্রি বেড়েছে ৭.০১%। তবে এই প্রথম এত বেশি দ্বিচক্রযান বিক্রি হয়েছে। সংখ্যার বিচারে যা ১৮% বেড়ে পেরিয়েছে ১৫ লক্ষ। এ ক্ষেত্রেও গ্রামাঞ্চলের বড় ভূমিকা আছে বলে জানিয়েছে সিয়াম।
|
অর্থবর্ষ শেষে না-লাভ না-ক্ষতির স্তরে পৌঁছবে স্পেনসার্স, দাবি গোয়েন্কার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এই মুহূর্তে লোকসানে চললেও, চলতি অর্থবর্ষ শেষে স্পেনসার্স ‘না-লাভ না-ক্ষতি’-র (ব্রেক-ইভেন) জায়গায় পৌঁছতে পারবে বলে দাবি করলেন সিইএসসি চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্কা। তাঁর মতে, দেশের প্রতিটি বিপণন কেন্দ্রে প্রতি মাসে বর্গফুট পিছু স্পেনসার্সের বিক্রি যে-ভাবে বাড়ছে, তাতে এই লক্ষ্য ছোঁয়া সম্ভব। মঙ্গলবার সিইএসসি-র তৃতীয় ত্রৈমাসিক আর্থিক ফল ঘোষণা করে গোয়েন্কা বলেন, “সিইএসসি থেকে স্পেনসার্স আলাদা হয়ে যাবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে ব্রেক-ইভেনে পৌঁছলে।” সিইএসসি-র সহযোগী সংস্থা স্পেনসার্সের বিপণন কেন্দ্রগুলিতে এখন মাসে প্রতি বর্গফুটে বিক্রির অঙ্ক ১,৩৬৩ টাকা। দেশের খুচরো শিল্পের বাজারে এই ব্যবসা যথেষ্ট ভাল বলেই দাবি কর্তৃপক্ষের। অন্ধপ্রদেশ ও পশ্চিমবঙ্গেই বিক্রি সবথেকে বেশি।
|
র্যামেল গোষ্ঠীর কর্ণধার ধৃত |
আর্থিক অনিয়মের অভিযোগে র্যামেল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার রামেশ্বর পোদ্দারকে মঙ্গলবার সল্টলেক থেকে গ্রেফতার করা হয়েছে। বারাসত থানার পুলিশ তাঁর সঙ্গেই গ্রেফতার করেছে হৃষীকেশ মুখোপাধ্যায় ও দীপক কুণ্ডু নামে ওই সংস্থার দুই ম্যানেজারকে। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী বলেন, “ওই সংস্থার বিরুদ্ধে এক ব্যক্তি বারাসত থানায় তছরুপের অভিযোগ করেছেন। তার ভিত্তিতেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আর্থিক অনিয়ম, জালিয়াতির মামলা হয়েছে তাঁদের বিরুদ্ধে।” পুলিশি সূত্রের খবর, ফ্ল্যাট, জমি ইত্যাদির মালিকানার জন্য সাধারণ মানুষ ওই সংস্থায় টাকা লগ্নি করতেন। চলতি বছরের গোড়ায় সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারি ধরা পড়ার পরে আমানতকারীরা বিভিন্ন বেসরকারি আর্থিক সংস্থার সঙ্গে সঙ্গে র্যামেল থেকেও টাকা তুলে নিতে শুরু করেন। সংস্থাটির বিভিন্ন অফিসে বিক্ষোভও হয়। সংস্থাটি ধাপে ধাপে টাকা ফেরতের প্রতিশ্রুতি দেয় আমানতকারীদের। কিন্তু বারাসত থানায় অভিযোগ করা হয়েছে, সময়সীমা পেরিয়ে গেলেও র্যামেল টাকা ফেরত দেয়নি। তারা যে-সব চেক দেয়, তা বাউন্স হয়ে যায়। পুলিশ জানিয়েছে, সব অভিযোগই খতিয়ে দেখা হবে।
|
ধীরাজ ডোগরা বেঙ্গল সৃষ্টি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট-এর গ্রুপ চিফ মার্কেটিং অফিসার হয়েছেন। |