কেবল আর ডিশ টিভির রমরমা বাজারেও দর্শকসংখ্যায় প্রসার ভারতীই এখনও এক নম্বরে। তাদের সঙ্গে এ বার গাঁটছড়া বাঁধল ফ্রান্স২৪ টিভি। এর মাধ্যমে ভারতের অন্তত ৪ কোটি মানুষের কাছে ফ্রান্সের এক ঝলক তুলে ধরা সম্ভব হবে বলে আশা করছেন ফরাসি সংস্থাটির অধিকর্তা মার্ক সেইকালি। গত কিছু দিন ধরেই ফ্লান্সের এই ইংরেজি চ্যানেলে ভারতীয় খবরাখবর বেশ গুরুত্ব পাচ্ছে। আগামী দিনে দূরদর্শনের সঙ্গে মিলে বিভিন্ন অনুষ্ঠান করা ছাড়াও ডিডি-র ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) পরিষেবার মাধ্যমে প্রায় ৩ কোটি মানুষের কাছে পৌঁছতে চলেছে ফ্রান্সের এই বৈদ্যুতিন মাধ্যম।
বিশ্ব জুড়ে ইংরেজির দাপটের মধ্যেও নিজেদের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ফরসিরা বরাবরই কিছুটা স্পর্শকাতর ও রক্ষণশীল। কারও মতে, কিছুটা নাক উঁচু। কিন্তু বিশ্বের বাজার থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রাখার পরিস্থিতি আজ আর নেই। এ জন্য জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম দেশের সঙ্গে সম্পর্ক গড়ছে ফরাসি সংস্থাটি।
ভারতের বাজার ধরা অন্যতম উদ্দেশ্য হলেও মার্ক এ দিন বলেন, “ফ্রান্সের সঙ্গে ভারতের আত্মিক সম্পর্ক দীর্ঘদিনের। সেই সম্পর্ককে আরও মজবুত করতেই এই প্রয়াস।” পাশাপাশি প্রসার ভারতীর দাবি, ভারত সম্পর্কে এখনও অনেক ভুল ধারণা রয়েছে ইউরোপের অনেক দেশের। উন্নয়নশীল ভারতের প্রকৃত চিত্র ফুটে উঠলে সেই ভুল ভাঙবে, আশা প্রসার ভারতীর কর্তাদের।
রাজনীতি থেকে সামজিক ভারতের সাম্প্রতিক বিভিন্ন ঘটনাপ্রবাহ ছাড়াও ফরাসি সংস্থাটির মূল লক্ষ্য হল, এ দেশের শিল্প-সংস্কৃতি ও কৃষ্টিকে ইউরোপ-আফ্রিকা ও আরব দেশগুলির সামনে তুলে ধরা। মার্কের বক্তব্য, “ভারত ও ফ্রান্স দু’টি দেশই প্রাচীন কাল থেকেই সাংস্কৃতিক ভাবে উন্নত। কিন্তু বর্তমান ভারত বলতে বিদেশি মননে কেবল বলিউড আর স্লামডগ মিলিয়নেয়ারের তুলনা উঠে আসে। সেই ছবিটা পাল্টে দিতে চাই আমরা। এই উপমহাদেশের প্রত্যন্ত অঞ্চলের রীতিনীতি, সমাজব্যবস্থা, সংস্কৃতি ও তার ব্যাখ্যা এখন থেকে নিয়মিত ভাবে তুলে ধরা হবে বিশ্ববাসীর সামনে। একই ভাবে সাহিত্য-সঙ্গীত-নাটকে সমৃদ্ধ প্রায় অচেনা ফ্রান্সকেও ভারতীয় দর্শকদের সামনে উপস্থাপিত করার সুযোগ পাব আমরা।” বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। বৃহত্তম গণতন্ত্রের ওই উৎসবেরও সাক্ষী হতে কোমর বেঁধে নামতে চাইছে ফ্রান্স ২৪। |