অন্তত ২,৩০০ বছর পুরনো রঙিন হারের কিছু টুকরো উদ্ধার হল একটি মমির পাশ থেকে। এই আবিষ্কারে উৎসাহিত প্রত্নতত্ত্ববিদেরা। থিবসের যে পিরামিড থেকে হারটি উদ্ধার হয়েছে তা তৈরি হয়েছিল ৩,৩০০ বছর আগে। ফারাও আখেনাতেনের খাস বেয়ারার মমি রাখা হয়েছিল সেখানে। পরে নানা সময়ে ওই পিরামিডে রাখা হয়েছিল আরও অনেকের দেহ। পুরনো পিরামিডগুলিই নতুন মমি রাখার জন্য ব্যবহার করা হত থিবসে। মনে করা হচ্ছে, কোনও ধনী ব্যক্তির মমি এক সময় ওই পিরামিডে রাখা হয়েছিল। তাঁকেই পরানো হয়েছিল হারটি। মমিকে পরানোর জন্য বিডসের তৈরি হারগুলিকে বলা হত ‘ওয়েসেখস’। তবে এটি পুঁতির নয়, প্লাস্টারের মতো জিনিস দিয়ে তৈরি।
|
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় আন্দোলনরত বস্ত্র শ্রমিকদের সঙ্গে মঙ্গলবার সংঘর্ষ বাধে পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ার পাশাপাশি কয়েক রাউন্ড রবার বুলেটও চালায় পুলিশ। শ্রমিকেরাও পাল্টা ইঁট-পাথর ছোড়েন পুলিশকর্মীদের দিকে। এই ঘটনার জেরে আহত হন ১০০ জন। তবে ইতিমধ্যেই আশুলিয়ার সব পোশাক কারখানা বুধবারও বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন মালিকেরা। |