গ্রেফতার ৫ দুষ্কৃতী, উদ্ধার বহু অস্ত্রশস্ত্র |
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
প্রচুর অস্ত্র-সহ ধরা পড়ল ৫ দুষ্কৃতী। রবিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ব্যান্ডেলের মানসপুর লালবাবা আশ্রম মাঠ ও মগরার নমাজগড় এলাকায় তল্লাশি চালায় পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, বড় ধরনের ডাকাতি বা অন্য কোনও দুষ্কৃর্মের জন্যই একত্রিত হয়েছিল এই দুষ্কৃতীরা। ধৃতদের নাম পিন্টু দাস, রাজেশ পাণ্ডে, প্রসেনজিৎ সাহা ওরফে চিকনা, দীপঙ্কর বিশ্বাস এবং সঞ্জয় দাস। |
উদ্ধার হয়েছে এই অস্ত্রগুলিই।—নিজস্ব চিত্র। |
তাদের কাছ থেকে ৮টি পাইপগান, ২টি নাইন এমএম পিস্তল, ১টি সেভেন এমএম পিস্তল, ৫১ রাউন্ড গুলি, ২৫টি কৌটো বোমা, ২টি রামদা, ১টি হাসুয়া, ১৮টি ভোজালি এবং ২টি তরোয়াল পাওয়া গিয়েছে। ডিএসপি (ডি অ্যান্ড টি) দেবশ্রী সান্যালের নেতৃত্বে অভিযান চলে। পুলিশ জানিয়েছে, হুগলির বিভিন্ন থানায় ধৃতদের বিরুদ্ধে নানা সমাজবিরোধী কুকর্মের অভিযোগ আছে। সকলেই ব্যান্ডেল ও মগরার বাসিন্দা। সোমবার সকলকে চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক তাদের ৮ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “এদের বিরুদ্ধে কিছু দিন ধরেই ছিনতাই, তোলাবাজির অভিযোগ আসছিল। দলে আর কেউ যুক্ত আছে কিনা, তা জিজ্ঞাসাবাদের পরে জানা যাবে।”
|