চিলেকোঠা ভেঙে দোকানে লুঠপাট |
গয়নার দোকানের চিলেকোঠা ভেঙে ঢুকে লক্ষাধিক টাকার গয়না নিয়ে পালাল দুষ্কৃতীরা। রবিবার রাতে পূর্বস্থলীতে সমুদ্রগড় রেল বাজারের ঘটনা। পুলিশ জানায়, দোকানের মালিক দয়ালহরি মণ্ডল চিকিৎসার কারণে বেশ কিছুদিন ধরে বাইরে আছেন। দোকানে বসছেন তাঁর ছেলে বিশ্বজিৎ মণ্ডল। বিশ্বজিৎবাবুর অভিযোগ, সোমবার সকালে দোকানে এসে তিনি দেখেন, জিনিসপত্র তছনছ হয়ে পড়ে রয়েছে। ভাঙা হয়েছে বেশ কয়েকটি ভল্ট এবং সিন্দুকও। তবে রাত পর্যন্ত পুলিশ কাউকে ধরতে পারেনি। সমুদ্রগড় বাজার স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক অশোক বিশ্বাস বলেন, “দীর্ঘদিন এলাকায় ডাকাতির ঘটনা ঘটেনি। পুলিশকে দ্রুত কিনারা করতে বলা হয়েছে।’’
|
চাষের খরচ কমাতে জৈব সারের ব্যবহার |
কৃষি বিষয়ক একটি আলোচনা সভা হয়ে গেল মন্তেশ্বরের কুলজোড়া সমবায় সমিতিতে। সোমবার এই আলোচনায় ছিলেন মন্তেশ্বর ব্লকের কৃষি আধিকারিক রঙ্গন বন্দ্যোপাধ্যায়, কালনা মহকুমার সহ-কৃষি অধিকর্তা নিলয় কর ও এলাকার চাষিরা। আলোচনার বিষয় ছিল, বর্তমানে চাষের খরচ বাড়ছে, অথচ সেই অনুপাতে লাভ হচ্ছে না চাষিদের। আধিকারিকেরা চাষিদের রাসায়নিক সারের মাত্রা কমিয়ে জৈব সার প্রয়োগ করতে বলেন। নিলয়বাবু বলেন, “রাসায়নিক সারের প্রয়োগে জমির উর্বরতা নষ্ট হয়ে যায়। জৈব সারের ব্যবহারের ফলে খরচ কমবে, জমির উর্বরতাও বাড়বে।”
|
লোহাপোতা গ্রাম উন্নয়ন পাঠাগারের পরিচালিত ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল সোমবার। স্থানীয় ফুটবল ময়দানে পূর্বস্থলীর আটপাড়া টাইব্রেকারে ৩-১ গোলে বাবুইডাঙাকে হারিয়ে দেয়। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন বাবুইডাঙার শিবু বিশ্বাস।
|
কাটোয়ার বীজনগরের তালবাগান ক্লাবের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতা শুরু হল সোমবার থেকে। উদ্বোধনী খেলায় ধাত্রীগ্রাম স্পোর্টিং ক্লাব ২-০ গোলে ভাতার রোহিত একাদশকে হারিয়ে দেয়। ধাত্রীগ্রামের হয়ে গোলদু’টি করেন তাপস সেন ও বাপী সোরেন। |