যন্ত্রপাতি নিতে বাধা ঠিকাদারকে |
ঠিকাদারের কাজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের সংস্থার যন্ত্রপাতি খুলে নিয়ে যাওয়ার চেষ্টা আটকালেন প্রাক্তন শ্রমিকেরা। সোমবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার ওয়েস্ট কেন্দা প্যাচে। প্রাক্তন ওই শ্রমিকদের অভিযোগ, ইসিএল আউটসোর্সিং-এর মাধ্যমে এই প্যাচ চালু করেছিল। কাজের বরাত পাওয়া ঠিকাদার মেয়াদ শেষ হওয়ায় চলে যাচ্ছেন। তাতে কাজ হারানো শ্রমিকদের আপত্তি নেই। তবে কোনও যন্ত্রপাতি নিয়ে যেতে গেলে তাঁদের যাবতীয় বকেয়া মেটাতে হবে বলে তাঁদের দাবি। ওই ঠিকা সংস্থার ম্যানেজার সোমনাথ চক্রবর্তী জানান, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা হয়েছে। তিন সপ্তাহের মধ্যে সব বকেয়া মেটানো হবে, জানান তিনি।
|
জেলা সবলা মেলা দুর্গাপুরে |
স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতর আয়োজিত জেলা সবলা মেলা শুরু হল সোমবার। দুর্গাপুর আরবান হাটে এই মেলা হচ্ছে। এ দিন মেলার উদ্বোধন করেন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শান্তিরাম মাহাতো। মেলা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। ছিলেন জেলাশাসক সৌমিত্র মোহন, জেলা সভাধিপতি দেবু টুডু, দুর্গাপুরের মেয়র বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়। মেলা উপলক্ষে জেলার নানা জায়গা থেকে এসেছেন শিল্পীরা। তবে উদ্বোধনের দিনেই মেলায় বিশেষ ভিড় ছিল না। শিল্পীরা জানান, সন্ধ্যা পর্যন্ত বেশ কিছু স্টলে আলো জ্বলেনি। মন্ত্রী বক্তৃতা করার মাঝে বিদ্যুৎ চলে গিয়েছিল। জেলা সভাধিপতি জানান, আগের বার মেলা হয়েছিল কালনায়। মেলার প্রস্তুতি হিসেবে প্রায় ৫০ হাজার মানুষকে নিয়ে সম্মেলনও হয়েছিল।
|
জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থী |
জামগ্রাম আঞ্চলিক উচ্চবিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, সোমবার মনোনয়ন দাখিলের শেষ দিনে তৃণমূল সমর্থক ৬ জন প্রার্থী ছাড়া অন্য কেউ মনোনয়ন দাখিল করেননি।
|
একটি বেসরকারি ইস্পাত কারখানায় ৩১ জন ঠিকা শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে আইএনটিটিইউসি বিক্ষোভ করল সোমবার। শ্রমিকদের দাবি, কাঁকসার বেলডাঙার ওই কারখানা গড়ে উঠেছিল তাঁদের জমিতে। অথচ, এখন তাঁদের কাজ থেকে সরানো হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
|
অঙ্গদপুরের একটি বেসরকারি ইস্পাত কারখানা বন্ধের চক্রান্ত করছেন কর্তৃপক্ষ, এমন অভিযোগে সহকারী শ্রম কমিশনারের দফতরে সোমবার ধর্নায় বসে সিটু। ছিলেন সিটু নেতা বিপ্রেন্দু চক্রবর্তী। কারখানা কর্তৃপক্ষ অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
|
ঘুষিক বিবেকানন্দ ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় বিজয়ী হয় আড়াডাঙা এমবিজি। তারা ডামরা হাটতলা মাঠে পলাশবাগানকে ১-০ গোলে হারিয়ে দেয়।
|