টুকরো খবর
দাম না-পেয়ে ক্ষুব্ধ শশাচাষি
হলদিবাড়ি পাইকারি সব্জি বাজারে শশার দাম নিয়ে ক্ষুব্ধ কৃষকরা। রবিবার হলদিবাড়ি বাজারে ৪ টাকা কেজি দরে শশা বিক্রি হয়েছে। কালীপুজোর আগে প্রতি কেজি শশার দাম ছিল ৭ টাকা। হঠাৎই দাম কমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। হলদিবাড়ি প্রগতিশীল কৃষক সংগ্রাম সমিতির সম্পাদক মানিক বর্মন বলেন, “পরিকল্পনা করেই শশার পাইকারি দাম কমিয়ে দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। কৃষকরা যেন কোনও ভাবে বঞ্চিত না হয়।” যদিও, হলদিবাড়ি পাইকারি সব্জি ব্যবসায়ীদের সংগঠনের মুখপাত্র আবাস বন্দ বলেন, “দক্ষিনবঙ্গে শশার ফলন বেশি হয়েছে। বাজারে জোগান বেশি হওয়ার জন্যেই দাম কমেছে। কেউ পরিকল্পনা করে দাম কমায়নি।” সব্জি ব্যাবসায়ীদের সুত্রে জানা গিয়েছে, এদিন হলদিবাড়ি বাজারে প্রায় ৭৫ টন শশার আমদানি হয়েছিল।

ইসলামপুরে তরুণী উদ্ধার
এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে। পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে চাকুলিয়া থানার গোদা সিমুলের বাসিন্দা সাহি খাতুন নামে ওই তরুণী নিখোঁজ হন। শনিবার রাতে সাহি খাতুন নিজেই চাকুলিয়া থানায় গিয়ে জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ভিন রাজ্যে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় দুই যুবক। সেখানে থেকে পালিয়ে চাকুলিয়ায় বাড়িতে আসেন তিনি। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেছেন, “ওই তরুণী জানান তাঁকে প্রথমে বিহারে ও পরে চণ্ডীগড়ে নিয়ে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

চাঁচলে রদবদল তৃণমূলে
চাঁচল মহকুমার ৬টি ব্লকে তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতি নিয়োগ করা হয়েছে। জানুয়ারি মাসে রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা। সে কারণেই সংগঠনে এই রদবদল বলে জানানো হয়েছে। চাঁচল মহকুমার ৩টি কলেজে সংসদ তৃণমূল ছাত্র পরিষদের দখলে নেই। সংগঠন সূত্রে জানানো হয়েছে, চাঁচল ১ নম্বর ব্লকে আবু রাইহান, চাঁচল ২ নম্বর ব্লকে আমানত আলি, রতুয়া ১ নম্বর ব্লকে সামাদ আলি, রতুয়া ২ নম্বর ব্লকে তারেখ আনোয়ার, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে বীরেন্দ্র মণ্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকে আপাতত দু’জনকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। ১৫ দিনের মধ্যে সভাপতিদের সভা ডেকে বাকি সদস্য নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে।

ধৃত সশস্ত্র চার
শনিবার রাতে চাঁচল মানিকান্দা থেকে ৪ সশস্ত্র দুষ্কৃতী ধরল পুলিশ। তাদের থেকে ১টি পাইপগান, দু’রাউন্ড গুলি ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে। ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল বলে পুলিশ জানায়। ধৃতদের নাম হারুন আলি, মহম্মদ জসিমুদ্দিন, জামিরুল হক ও জাবির আলি। তারা চাঁচলের কানাইপুর এলাকার বাসিন্দা।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.