আলুর পরে এ বারে ভর্তুকিতে পেঁয়াজ বিলি শুরু করবে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। আজ, সোমবার থেকে বালুরঘাটে প্রশাসনিক ভবন চত্বর থেকে ৩৮ টাকা কেজি দরে মাথা পিছু ৪০০ গ্রাম করে পেঁয়াজ বিলি করা হবে বলে জেলাশাসক তাপস চৌধুরী জানিয়েছেন। শনিবার থেকে বালুরঘাটে ১৩ টাকা কেজি দামে একেক জনকে ১ কেজি করে আলু বিক্রি শুরু হয়েছে। রবিবার সকালে বালুরঘাটে ১৪টি রেশন দোকান থেকে ওই আলু বিক্রি শুরু হতেই শহরের বড় সব্জি বাজারের ব্যবসায়ীরা আলু বিক্রিতে ‘অঘোষিত বন্ধ’ শুরু করেছেন বলে অভিযোগ।
এ দিন সকাল থেকে তহবাজার, সাহেবকাছারি কিংবা বেলতলা পার্ক বাজারে ব্যবসায়ীরা অন্য সব্জি নিয়ে দোকান সাজিয়ে বসলেও, আলুর দেখা মেলেনি। ফলে বাজারে আলু না পেয়ে সমস্যায় পড়েন অনেক ক্রেতারাই। |
বাসিন্দাদের অভিযোগ, সকালের দিকে রেশন দোকানগুলিতে দু’ঘণ্টার মধ্যে আলু শেষ হয়ে যায়। অনেক জায়গায় আলু না পেয়ে সাধারণ ক্রেতারা বিক্ষোভও দেখিয়েছেন বলে জানা গিয়েছে। বালুরঘাট সব্জি আড়তদার সমিতির প্রতিনিধি প্রদীপ সাহা বলেন, “বাইরে থেকে আলু এনে পরিবহণ খরচ দিয়ে ১১টাকা কেজিতে পাইকারি দামে বিক্রিতে ক্ষতি হবে বলেই আলুর সরবরাহ বন্ধ রয়েছে। অথচ প্রশাসন হিমঘর থেকে আলু নিয়ে ১১ টাকা কেজি দামে রেশন ডিলারদের কেনার ব্যবস্থা করে ১৩ টাকায় বিক্রি করছে। এই প্রক্রিয়ায় আমাদেরও প্রশাসন যুক্ত করতে পারতেন। সামান্য লাভে খুচরো সব্জি বিক্রেতাকে আলু বেচে আমাদের মতো ১০ থেকে ১২ জন আড়তদারের জীবিকা নির্বাহ হয়।” দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বলেন, “রবিবার হিমঘর বন্ধ থাকে। শ্রমিকেরাও ছুটিতে থাকেন। ফলে এ দিন প্রশাসনিক ভবন থেকে আলু বিক্রি করা যায়নি। সোমবার থেকে আলুর সঙ্গে সাধারণ মানুষের কাছে সস্তায় পেঁয়াজও বিক্রি করা হবে।” |