সাঁকো পুড়ে যাওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সের লাটাগুড়িতে। তবে সেটি কী ভাবে পুড়ল তা এখনও স্পষ্ট নয়। শনিবার রাতে লাটাগুড়ির মহালক্ষ্মী কলোনির ময়নাখোলার সাঁকোয় আগুন ধরে যায়। ময়নাখোলায় আগে পাকা সেতু ছিল। চলতি বছরের প্রথমে ময়নাখোলার পাকা সেতুটিতে ট্রাক উঠলে সেটি ভেঙে পড়ে যায়। এর পর অস্থায়ীভাবে হিউমপাইপ দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হলেও চলতি বছরের বর্ষায় তাও বেহাল হয়ে যায়। এর পরই লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁশের অস্থায়ী সেতু তৈরি করা হয়। এক মাস আগেই সেতুটি সম্পূর্ণ হয়। লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রধান মুনি রায় বলেন, “এই সাঁকোয় ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে বলে মনে হচ্ছে। ক্রান্তি ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে।” মালবাজারের বিডিও সাঙ্গে পেমা ভুটিয়া এ দিন পুড়ে যাওয়া সাঁকোটি দেখতে যান। পরে তিনি দ্রুত অস্থায়ী সাঁকো তৈরির কথা জানান। মালবাজার পঞ্চায়েত সমিতির লাটাগুড়ির তৃণমূল সদস্য মহুয়া গোপ বলেন, “সাঁকো তৈরির কাজ পঞ্চায়েত নির্বাচনেক আগে তৃণমূলের বোর্ড শুরু করে। সেই অসম্পূর্ণ কাজ শেষ করতে বর্তমান বোর্ড বাড়তি টাকা খরচ করে। আমরা তার হিসাব চাইছিলাম। আগুন লাগার ঘটনা সন্দেহজনক মনে হচ্ছে।
|
প্রাক্তন ফুটবলারদের নিয়ে দিনরাতের এক প্রতিযোগিতার আয়োজন করেছে প্রধাননগর মর্নিং স্টার ক্লাব। আগামী ১৭ নভেম্বর ওই ফুটবল প্রতিযোগিতা হবে। খেলাগুলি হবে প্রধাননগরে মার্গারেট স্কুলের মাঠে। দু’টি বিভাগে ৮ টি দল অংশ নেবে। এক দিনের ওই প্রতিযোগিতায় ৪০ মিনিট করে ম্যাচ হবে। এই প্রতিযোগিতায় জলপাইগুড়ি ভেটারেন স্পোর্টস ক্লাব, আলিপুর দুয়ার ভেটারেন ক্লাব, দাগাপুর মর্নিং ক্লাব, পাতি কলোনি স্পোর্টিং ক্লাব, ইসলামপুরের নাইন বুলেট ছাড়াও ইউনাইটেড ভেটারেন কালিম্পং আর কার্শিয়াং-এর গোর্খা হিল স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং উদ্যোক্তা ক্লাব অংশ নেবে বলে জানানো হয়েছে।
|
সিপিএম ও তৃণমূলের কয়েক হাজার সদস্য তৃণমূলে যোগ দিয়েছে বলে দাবি করলেন তৃণমূল নেতৃত্ব। শনিবার সন্ধ্যায় মাটিগাড়ার পাথরঘাটা এলাকার ভুবনজোতে একটি সভায় দলের দার্জিলিং জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে চার হাজার সমর্থক দলে যোগ দেন বলে দাবি করেন দার্জলিং জেলা সংখ্যালঘু সেল সম্পাদক নাসির আহমেদ। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া জেলা মহাসচিব কৃষ্ণ পাল, মাটিগাড়া ব্লক সভাপতি বিশ্বজিত ঘোষ উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রের খবর।
|
এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হল। রবিবার সকালে মাথাভাঙা থানার হাজরাহাটে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখে বাসিন্দারা পুলিশে খবর দেন। মৃতের নাম বিকাশ সরকার (২৮)। তাঁর বাড়ি মাথাভাঙার দেশবন্ধুপাড়া এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
|
শিলিগুড়ি থেকে আয়কর দফতরের আবেদন বিভাগ সরিয়ে নেওয়ার প্রতিবাদে আগামী ১৫ নভেম্বর শিলিগুড়িতে আয়কর দফতর ঘেরাও করা বিক্ষোভ করবেন শিলিগুড়ির আয়কর সংক্রান্ত কাজ করা আইনজীবীরা। রবিবার একটি বৈঠক করে এই কর্মসূচি নিয়েছেন তাঁরা। |