কাজের মেয়াদ বাড়ানোর দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন সিভিক পুলিশের কর্মীরা। শামুকতলার ৩১সি জাতীয় সড়কের মজিদখানায় রবিবার সকাল থেকে সিভিক পুলিশের কর্মীরা অবরোধ শুরু করে। দু’ঘণ্টা অবরোধ চলে। জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবরোধকারী যুবক যুবতীরা সকলেই শামুকতলা থানার সিভিক পুলিশের পদে কর্মরত। অবরোধকারীদের দাবি, নিয়োগের ২৮ দিনের মধ্যেই তাঁদের ছাঁটাই করে দেওয়া হয়েছে। এদিন রবিবার তাঁরা শামুকতলায় থানায় গিয়ে এ কথা জানতে পারেন। তাঁদের অভিযোগ, নিয়োগের সময় তাঁদের কত দিনের জন্য নিয়োগ করা হচ্ছে, সে সম্পর্কে জানানো হয়নি। সংবাদমাধ্যম সূত্রে ৬ মাসের জন্য সিভিক পুলিশ নিয়োগ হবে বলে তাঁরা জানতে পারেন বলে দাবি করেছেন। এ দিন অবরোধ শুরুর ঘণ্টা দুয়েক পরে শামুকতলা থানার ওসি দীপঙ্কর সাহা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধকারী বলেন, “যোগ্যতা অনুযায়ী পরে পুলিশের কাজে সুযোগ দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। ২৮ দিন কাজ করিয়ে কাজের মেয়াদ ফুরিয়ে গিয়েছে বলে জানানো হচ্ছে। অনেক আশা নিয়ে এসেছিলাম। কাজ ফিরে পাওয়ার দাবিতে মহকুমা শাসক, অতিরিক্ত পুলিশ সুপার সহ নানা দফতরে স্মারকলিপি জমা দেওয়া হবে।” আলিপুদুয়ার অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেছেন, “সরকারি নির্দেশ পেয়ে পুজোর আগে জেলার অন্য থানার সঙ্গে শামুকতলা থানা এলাকার প্রায় ২২৪ জন যুবক-যুবতীকে সিভিক পুলিশ পদে নিয়োগ করা হয়েছিল। তাঁদের ২৮ দিন কাজ করানোরই নির্দেশ ছিল। কেউ লিখিত জানালে উপর মহলে পাঠিয়ে দেব।” |