যুবককে অপহরণ করে খুন বসিরহাটে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
শনিবার বিকেল থেকে খোঁজ মিলছিল না বসিরহাটের নৈহাটির আশ্রমপাড়ার বিজয় সানা (৩২) ওরফে খোকার। রবিবার ভোরে স্থানীয় শিব মন্দিরের সামনে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখলেন তাঁর মা। অভিযোগ, দল ছাড়ার পরে ক্রমাগত বিজয়কে হুমকি দিচ্ছিল বেশ কয়েক জন দুষ্কৃতী। শনিবার বিকেলে ইটিন্ডার একটি দোকানে বসেছিল বিজয়। সে সময়ে তাঁকে অপহরণ করে দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবককে প্রচণ্ড মারধর করে হাত পা ভেঙে দেয় দুষ্কৃতীরা। মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করলে মৃত্যু হয় তাঁর। বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেড় বছর আগে বিয়ে করেছিল বিজয়। তাঁদের তিন মাসের এক কন্যাও রয়েছে। এক সময়ে প্রোমোটারির কাজে যুক্ত এক দুষ্কৃতীর সঙ্গে কাজ করতে গিয়ে জেলে যান বিজয়। পুলিশের খাতায় তাঁর নামে কয়েকটি অভিযোগও ছিল। বিজয়ের মা রীতাদেবী জানান, বিয়ে করে সুস্থ জীবনে ফিরে আসার চেষ্টা করছিলেন বিজয়। বাবার সঙ্গে রাজমিস্ত্রীর কাজেও যোগ দেন তিনি। কিন্তু সেই সময় থেকেই আগের সঙ্গীরা হুমকি দিচ্ছিল তাঁকে। শনিবার বিকেলে তাঁকে অপহরণ করা হয়।
|
জমি নিয়ে সিপিএম-তৃণমূল সংঘর্ষে জখম ৮ মথুরাপুরে
নিজস্ব সংবাদদাতা • মথুরাপুর |
জমির দখল নিয়ে তৃণমূল-সিপিএম সংঘর্ষে জখম হলেন ৮ জন। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের হালদারহাট গ্রামের ঘটনা। আহতদের মথুরাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই গ্রামে চার শতক জমির দখল নিয়ে শিশুপাল হালদারের সঙ্গে প্রতিবেশী পাঁচুগোপাল হালদারের চার পাঁচ বছর ধরে ঝামেলা চলছে। শিশুপাল তৃণমূল সমর্থক ও পাঁচুগোপাল সিপিএম সমর্থক। এ দিন সকাল লাড়ে ছ’টা নাগাদ পাঁচুগোপাল দলবল নিয়ে জমিতে বেড়া দেওয়ার কাজ করছিলেন। সে সময়ে শিশুপাল-সহ কয়েকজন তৃণমূল সমর্থক তাঁকে বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। জখম হন শিশুপাল ও তাঁর পরিজনেরা। শিশুপালের ছেলে চাঁদকুমার জানান, জমিটি আমাদের দখলে ছিল। চার পাঁচ বছর ধরে ওরা জমিটি দখল করার চেষ্টা চালাচ্ছিল।” স্থানীয় তৃণমূল বিধায়ক জয়দেব হালদার বলেন, “ওই জমিটি আমাদের সমর্থকের। অথচ সিপিএম পরিকল্পিত ভাবে জমির দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছে। ওদের টাঙ্গি, শাবল, লাঠির আঘাতে আমাদের পাঁচ জন সমর্থক জখম হয়েছে। তবে সিপিএমের জোনাল কমিটির সম্পাদক রহিচউদ্দিন মোল্লার পাল্টা দাবি, “ওরা আমাদের সমর্থকদের জমি বেড়া দিতে গিয়েছিল। ওদের মারে আমাদের তিন জন সমর্থক জখম হয়েছে। পুলিশ জানিয়েছে, দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
|
গণিতের ইতিহাস নিয়ে সেমিনার
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
গণিতের ইতিহাস নিয়ে রবিবার একটি আলোচনাসভা হয়ে গেল খানাকুলের রাধানগর গ্রামে। গণিতজ্ঞ রাধানাথ সিকদারের ২০০ তম এবং বিভূতিভূষণ দত্তের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে খানাকুল রাধানগর পল্লি সমিতির উদ্যোগে সমিতি চত্বরেই আয়োজিত এই আলোচনাসভায় বক্তব্য রাখেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য দিলীপকুমার সিংহ, আরামবাগ হাইস্কুলের অবসরপ্রাপ্ত গণিত শিক্ষক নন্দলাল মাইতি প্রমুখ। |