টুকরো খবর
পুলিশের গলায় ছুরি, গ্রেফতার অভিযুক্ত
ব্যাস্ত মোড়ে দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণ করছিলেন ঘাটাল ফাঁড়ির কর্মী বিশ্বজিৎ চৌধুরী। আচমকাই ছুটে এসে তাঁর গলায় ছুরি চালিয়ে দিলেন এক যুবক। ঘটনার পর অচৈতন্য হয়ে পড়েন বিশ্বজিৎবাবু। পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই চিত্তরঞ্জন পাল নামে অভিযুক্ত যুবককে ধরে ফেলেন এলাকার লোকজন। রবিবার পাঁশকুড়া বাসস্ট্যান্ডের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ ছুটে আসে। পুলিশ জানিয়েছে, চিত্তরঞ্জনের বাড়ি দাসপুর থানার রানিচকে। এ দিন বিকাল চারটে নাগাদ ঘাটাল শহরের এক মোড়ে উর্দি পরে ডিউটি করছিলেন কেশপুরের বাসিন্দা তথা ঘাটাল ফাঁড়ির কর্মী বিশ্বজিৎ চৌধুরী। স্থানীয় এক ফল বিক্রেতার কথায়, “তখন দোকানে বসেছিলাম। আচমকাই দেখি পকেট থেকে ওই যুবক ছুরি বের করে ওই পুলিশকর্মীর গলায় আঘাত করল। রক্তে ভেসে যাচ্ছিল ওই কর্মীর উর্দি। আমরা সবাই তাঁকে হাসপাতালে নিয়ে যাই।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

কেশপুরে আক্রান্ত সিপিএম
সিপিএম নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল কেশপুরের এনায়েতপুরে। জখম ৯ জনের মধ্যে ৩ জনকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করানো হয়। শনিবার মেদিনীপুর শহরে সিপিএমের কর্মসূচিতে কেশপুরের নেতা-কর্মীরা এসেছিলেন। ছিলেন কয়েক জন জেলা নেতাও। বিকেলে যখন তাঁরা বাড়ি ফিরছিলেন, তখন হামলা চালানো হয় বলে অভিযোগ। কাউকে বাস থেকে, কাউকে মোটরবাইক থেকে নামিয়ে মারধর করা হয়। মেডিক্যালে ভর্তি হন রামপদ দিয়াসী, বলরাম সামন্ত এবং রামপদ কোঙার। বলরামবাবুর হাতে চিড় ধরেছে। রবিবার হাসপাতালের শয্যায় শুয়ে তিনি বলেন, “মাঝপথে বাস থামিয়ে তৃণমূলের লোকেরা আমাকে নামিয়ে মারধর করে।”কেশপুরের সিপিএম বিধায়ক রামেশ্বর দোলুইয়ের অভিযোগ, “তৃণমূল চাইছে এলাকায় সন্ত্রাসের আবহ জিইয়ে রাখতে। যাতে মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে না পারেন।” তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি তপন চক্রবর্তীর অবশ্য বক্তব্য, “সিপিএমের কয়েক জন মেদিনীপুরে গিয়েছিলেন। ওদের গোপন মিটিং ছিল। এলাকায় ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তি করছিলেন। স্থানীয়রা তার প্রতিবাদ করলে বচসা হয়।”

এগরায় পথ দুর্ঘটনা, মৃত দুই
এগরা থানা এলাকায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। প্রথম দুর্ঘটনাটি ঘটে এগরা সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। রবিবার দুপুর আড়াইটে নাগাদ দুই সাইকেল আরোহীকে পিছন দিক থেকে ধাক্কা মারে একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পটাশপুর এলাকার বাসিন্দা সাইকেল আরোহী কেদার রাউলের (৪৮)। আহত অন্য জন এগরা মহকুমা হাসপাপালে ভর্তি। এ দিন বিকাল চারটে নাগাদ অন্য দুর্ঘটনাটি ঘটেছে, ভবানীচক বাজার সংলগ্ন তেল পাম্পের কাছে। দিঘা-গোয়ালতোড়ে রুটের একটি বাস একটি মোটর সাইকেলে ধাক্কা মারলে মৃত্যু হয় সাতমাইল এলাকার বাদলপুর গ্রামের মুক্তিপদ মাইতির (৫০)।

মিড-ডে নিয়ে সভা
ভগবানপুরের বেঁউদিয়া প্রাথমিক বিদ্যালয়ে সিটু সমর্থিত মিড-ডে মিল কর্মী সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে ভগবানপুর-১ এর প্রাক্তন সভাপতি তথা বর্তমান সদস্য সুব্রত মহাপাত্র, মানসী দাস, কল্পনা দাস, করুণা মহাপাত্র প্রমুখ বক্তব্য রাখেন। ওই সভায় স্বনির্ভর গোষ্ঠীতে সকল দরিদ্র ও মধ্যবিত্ত মহিলাদের অর্ন্তভুক্তি, শ্রমজীবী মহিলাদের অসংগঠিত শ্রমিকের মর্যাদা দান, সহজে ব্যাঙ্কঝণ এর ব্যবস্থা, একশো দিনের কাজের সুনিশ্চিৎ করা, মিড-ডে মিলে সকল মহিলাদের রান্নার সুযোগ ইত্যাদি দাবি জানানো হয়।

পুরস্কার বিতরণ
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষাকর্মী ইউনিয়নের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক মিলন মেলা হল শনিবার। এবিপিটি প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানে ছিলেন সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার, শিক্ষাকর্মী ইউনিয়নের সম্পাদক আলি হোসেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় সফলদের পুরস্কৃত করা হয়। মোট ৭৭ জন পুরস্কৃত হল। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল।

জলসায় গোলমাল
কালী পুজো উপলক্ষে এক জলসাকে কেন্দ্র করে দু’পক্ষের গণ্ডগোলে ছয় জন জখম হয়েছেন। শনিবার রাতে চন্দ্রকোনা থানার পাইকমাজিটা গ্রামে স্থানীয় একটি পুজো কমিটির উদ্যোগে জলসার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন কিছু যুবক মেয়েদের উত্ত্যক্ত করেন বলে অভিযোগ। তা জানাজানি হতে ওই যুবকদের সঙ্গে স্থানীয় মানুষের বচসা শুরু হয়। পরে মারপিট বাধে।

সই সংগ্রহে বাধা
স্বাক্ষর সংগ্রহ অভিযানের সময় এসইউসি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার ঘাটালের বরদাচৌকানে ঘটনাটি ঘটেছে। উল্লেখ্য, রাজ্যে নারী নিগ্রহ বন্ধ, অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল চালু, বন্যার স্থায়ী সমাধান-সহ বিভিন্ন দাবিতে আগামী ১২ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নিয়েছে এসইউসি।

মূর্তি প্রতিষ্ঠা
দাসপুরের খাঞ্জাপুর ইউনিয়ন হাইস্কুলে স্বাধীনতা সংগ্রামী প্রভাংশু পাল ও প্রদ্যোৎ ভট্টাচাযের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন হল। শনিবার আবরণ উন্মোচন করেন সাংসদ শুভেন্দু অধিকারী। স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় মানুষের আর্থিক সাহায্যে স্কুল চত্বরে ওই দুই বিপ্লবীর মূর্তি বসানো হয়েছে।

পুলিশের জনসংযোগ
জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করল ভবানীপুর থানা। রবিবার শিবিরের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সুকেশকুমার জৈন।

দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা
ষড়রং-এর খেলার ছবি তুলেছেন কৌশিক মিশ্র।
এগরা ১ ব্লকের ষড়রং-এ অনুষ্ঠিত হল একদিনের দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা। রবিবার এগরার ষড়রং নরেন্দ্র মাঠে তেঁতুলিয়া ভ্যালেরিায়ন ক্লাবের উদ্যোগে এই প্রতিযোগিতায় এগরা, কাঁথি, ঝাড়গ্রাম, হুগলি প্রভৃতি এলাকার মোট আটটি দল যোগ দেয়। অন্য দিকে, পটাশপুরের ছাড়াদিঘি বন্ধুগোষ্ঠীর পরিচালনায় শনিবার ও রবিবার দু’দিনের ফুটবল প্রতিযোগিতা হয়। রবিবার ফাইনালে মধ্যমগ্রামকে হারিয়ে খাকুড়দা প্রতিযোগিতায় জয়ী হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.