তিনি যে আর মুম্বইয়ের হয়ে কোনও দিন মাঠে নামবেন না, এ কথা জানিয়ে কোনও চিঠি এখন পর্যন্ত মুম্বই ক্রিকেট সংস্থাকে (এমসিএ) দেননি সচিন তেন্ডুলকর। সে জন্য মুম্বইয়ের ক্রিকেট কর্তারা আশায়-আশায় রয়েছেন, পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও রঞ্জিতে হয়তো খেলা চালিয়ে যেতে পারেন ক্রিকেটের ভগবান। ওয়াংখেড়েতে টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর এমসিএ-র পক্ষ থেকে এই অনুরোধ করাও হবে সচিনকে।
নিয়ম ও প্রথা অনুযায়ী অবসর ঘোষণার কথা জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট সংস্থাকেও চিঠি দেন বিদায়ী ক্রিকেটাররা। ভারতীয় বোর্ডকে নিজের অবসরের কথা ই-মেল করে জানালেও সচিন কিন্তু তেমন কোনও ই-মেল বা চিঠি এখনও পাঠাননি এমসিএ-র কাছে। সংস্থার ভাইস প্রেসিডেন্ট রবি সবন্ত বলেছেন, “আসলে সচিন যখন তার অবসরের কথা ঘোষণা করে, তখন আমরা আমাদের সংস্থার নির্বাচন নিয়ে খুব ব্যস্ত ছিলাম। মুম্বই টেস্ট শেষ হয়ে যাক। তার পর সচিনকে আমরা অনুরোধ করব, যাতে ও এই মরসুমে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলা বন্ধ না করে।” তাঁর বক্তব্য, ড্রেসিংরুমে সচিনের উপস্থিতিই মুম্বই দলের ক্রিকেটারদের কাছে অনেক কিছু। সবন্ত বলেছেন, “হরিয়ানার বিরুদ্ধে মুম্বইকে বাঁচায় সচিন। ওর মধ্যে এখনও অনেক ক্রিকেট বেঁচে রয়েছে। এ বছর মুম্বইয়ের একাধিক সিনিয়র ক্রিকেটার নেই। অজিত আগরকর অবসর নিয়েছে। রমেশ পওয়ার এখন রাজস্থানের হয়ে খেলছে। জাহির খান যে কোনও দিন ভারতীয় দলে ডাক পেতে পারে। জাহির চলে গেলে আমাদের দলে আর কোনও সিনিয়র থাকবে না, তাই সচিনকে দরকার।” |
সচিনের চিঠি না-পাওয়ার কথা স্বীকার করে নিয়ে এমসিএ কর্তা আরও বলেছেন, “এটা তো ঠিকই, সচিন আমাদের এখনও কোনও চিঠি দেয়নি। ও শুধু বিসিসিআই-কে বলেছে দুশোতম টেস্ট খেলে অবসর নেবে। আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ঘরোয়া ক্রিকেটে তো খেলতেই পারে।” শেষ টেস্টের পর সচিনকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়ার পরিকল্পনাও রয়েছে এমসিএ-র। তবে বিস্তারিত কিছু বলতে চান না সবন্ত।
মুম্বই টেস্টে শুধু যে দুশোতম টেস্টের মাইলস্টোন পুঁতবেন সচিন, তা কিন্তু নয়। ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দ্রপলও তাঁর ১৫০তম টেস্ট খেলবেন ওয়াংখেড়েতে। সেই উপলক্ষ্যে ক্যারিবিয়ান শিবিরের পক্ষ থেকে একটি বিশেষ দেড়শো টেস্টের টুপি দেওয়া হবে। দলের কোচ ওটিস গিবসন বলেছেন, “এমন একটা ম্যাচে কিছুতেই খারাপ খেলা যাবে না। কথা দিচ্ছি, দ্বিতীয় টেস্টে আমাদের দল আরও ভাল খেলবে।”
এ দিকে কিংবদন্তি অস্ট্রেলীয় স্পিনার শেন ওয়ার্ন মুম্বইয়ে সচিনের জীবনের শেষ টেস্টে তাঁর উপস্থিত থাকার কথা ঘোষণা করে এক ব্রিটিশ সংবাদপত্রে নিজের কলামে লিখেছেন, “আমার প্রজন্মের সেরা ব্যাটসম্যান সচিন। ওর শেষ টেস্টে থাকতে পেরে তাই গর্ব অনুভব করব।” সচিনকে বল করে বরাবরই তুমুল মার খাওয়া ওয়ার্ন বলেছেন, “আমার সব ডেলিভারিরই উত্তর ছিল ওর কাছে। কোনও ধরনের বলের সামনেই ওকে দুর্বল হতে দেখিনি কোনও দিন। সারা জীবন ধরে সারা দেশের মানুষের প্রত্যাশার চাপ সামলেও যে ভাবে সফল হয়েছে ও, তার কোনও প্রশংসাই যথেষ্ট নয়। আর দ্বিতীয় কোনও তেন্ডুলকর আসবে না।” |