|
|
|
|
নির্দলদের একটাও ভোট নয়: মুকুল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া যেতে পারে। কিন্তু, নির্দল? নৈব নৈব চ! মেদিনীপুর শহরে নির্বাচনী পথসভা থেকে এমনই বার্তা দিলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। তাঁর আর্জি, “নির্দলকে ভোট দেওয়ার অর্থ ভোট নষ্ট করা। আপনারা তা করবেন না।”
রবিবার সন্ধ্যায় মেদিনীপুরে এসে দু’টি নির্বাচনী পথসভা করেন মুকুলবাবু। একটি সিপাইবাজারে। অন্যটি বিধাননগরের কাছে। সিপাইবাজারের যে এলাকায় সভা হয়, তার আশপাশে রয়েছে ২, ৭ এবং ৮ নম্বর ওয়ার্ড। এই তিনটি ওয়ার্ডেই নির্দল-কাঁটা রয়েছে। দলের টিকিট না-পেয়ে রাতারাতি কয়েকজন নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়ে পড়েছেন। ২ নম্বর ওয়ার্ডে তো আবার নির্দল প্রার্থী হয়েছেন তৃণমূলেরই ওয়ার্ড সভাপতি অসীম ধর। এটি আবার মেদিনীপুরের তৃণমূল বিধায়ক তথা এমকেডিএ’র চেয়ারম্যান মৃগেন মাইতির নিজের এলাকা। পথসভায় মুকুলবাবু বলেন, “আমাদের বিরুদ্ধে কংগ্রেস আছে। সিপিএম আছে। বিজেপি আছে। আর আছে কিছু সুবিধাবাদী লোক।” তাঁর কথায়, “আপনারা আমাদের ভোট দিন। নয়তো অন্য কোনও রাজনৈতিক দলকে ভোট দিন। নির্দলকে ভোট দেবেন না। আশা করি, আপনারা আমাদেরই ভোট দেবেন।” দলের পদে থেকে যাঁরা নির্দল হিসেবে ভোটে লড়ছেন, দল কী তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে? মুকুলবাবুর জবাব, “যে মুহুর্তে কেউ দলের প্রতীক থেকে বেরিয়ে নির্দল হিসেবে লড়েন, সেই মুহুর্ত থেকে তাঁর সদস্যপদ চলে যায়। এটা দলের সংবিধানেই রয়েছে।” |
|
সিপাইবাজারে মুকুল রায়ের পথসভা। |
মুকুলবাবু বলেন, “আমরা কাজের নিরিখে আপনাদের কাছে ভোট চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়-জঙ্গলমহলে শান্তি ফিরিয়েছেন। আমরা দেখেছি দীপক সরকারদের তাণ্ডব, সিপিএমের অত্যাচার।” তিনি বলেন, “আমি যদি বলি আপনাদের সবাইকে চাকরি করে দেবো, তাহলে ভুল বলব। বলতে পারি, আপনাদের পাশে থাকব।” এ বার মেদিনীপুরে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেও দাবি করেন মুকুলবাবু। তাঁর কথায়, “তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে।” উপস্থিত ছিলেন বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান মৃগেন মাইতি, দলের শহর সভাপতি সুকুমার পড়্যা প্রমুখ। পথসভায় মুকুলবাবুর প্রত্যয়, “আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবেন, এটা ঠিক করবে বাংলাই। নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।” এ দিন শহরে নির্বাচনী পথসভা করেন মন্ত্রী সৌমেন মহাপাত্রও।
অন্য দিকে, রবিবার সকালে নারায়ণগড় গ্রাম পঞ্চায়েতের ডাকবাংলো থেকে চাতুরীভাড়া পর্যন্ত পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের সাফল্য তুলে ধরতে তৃণমূলের মিছিল হয়। |
|
|
|
|
|