|
|
|
|
মোহনপুর-খাকুড়দা সড়ক |
খন্দপথে বাস উল্টে জখম ২৭
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাওয়ায় জখম হলেন ২৭ জন। রবিবার সকালে মোহনপুর-খাকুড়দা সড়কে দাঁতন-২ ব্লকের জেনকাপুরে ঘটনাটি ঘটে। জখম ২৭ জন বাস যাত্রীকেই খণ্ডরুই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর জখম ৩ জনকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনায় সড়কের বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন মোহনপুর থেকে মেদিনীপুরগামী বাসটি জেনকাপুরে রাস্তার একটি গর্তে পড়ে উল্টে যায়। বাসে থাকা ৩৫ জন যাত্রীর মধ্যে ২৭ জন জখম হন। তাঁদের মধ্যে গুরুতর জখম মৌমিতা খাটুয়া, তপন মাইতি ও অমূল্য বারিককে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়। ব্লক স্বাস্থ্য আধিকারিক দুর্গাপদ রাউত বলেন, “ওই তিন জন বাদে জখমদের প্রায় সকলকেই প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে।” |
|
দাঁতনে উল্টে গিয়েছে বাস । —নিজস্ব চিত্র। |
দীর্ঘদিন ধরেই মোহনপুর থেকে খাকুড়দা পর্যন্ত ২৪ কিলোমিটার সড়কের অবস্থা খারাপ। ১৩ বছর আগে জেলা পরিষদের অর্থে ওই সড়কটি নির্মাণ হয়। তারপর থেকে সড়কটি আর সংস্কার হয়নি। ফলে খানাখন্দে ভর্তি ওই রাস্তায় পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। স্থানীয় বাসিন্দাদের দাবি, অনেকবার রাস্তাটি সংস্কারের কথা জানান হলেও কোনও কাজ হয়নি। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগেই গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের (আরআইডিএফ) মাধ্যমে ওই সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকী জেলা পরিষদের ইঞ্জিনিয়রদের মাধ্যমে প্রায় ১৭ কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে আরআইডিএফ-এ জমা দেওয়া হয়েছে বলেও দাবি প্রশাসনের। সম্প্রতি ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড) ওই সড়কটি সম্প্রসারণের জন্য সমীক্ষার কাজও করে গিয়েছে। স্থানীয় এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শৈবাল গিরি জানান, বাম আমলে ওই সড়কের কোনও সংস্কার হয়নি। আমরা জেলা পরিষদে ক্ষমতায় আসার পরে আরআইডিএফ-এর অর্থে ওই রাস্তা সংস্কার ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি। আশা করছি জানুয়ারি মাসের পরেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। তবে এতদিন ওই বেহাল রাস্তায় যান চলাচল সম্ভব নয় বলে স্থানীয়দের অভিযোগ। শৈবালবাবু বলেন, “ওই রাস্তা আপাতত মেরামতের জন্য জেলা পরিষদের মাধ্যমে প্রায় ২২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। রাস্তা মেরামতির কাজ শীঘ্রই শুরু হবে।” |
|
|
|
|
|