উদয়পুর-সাব্রুম সড়ক সম্প্রসারণের উদ্বোধন
দয়পুর থেকে সাব্রুম পর্যন্ত ডবল লেনের জাতীয় সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী অস্কার ফার্নান্ডেজ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, অর্থ তথা পূর্ত দফতরের মন্ত্রী বাদল চৌধুরী।
ত্রিপুরার দক্ষিণে, উদয়পুর থেকে সাব্রুম পর্যন্ত জাতীয় সড়ক প্রায় ৮৫ কিমি দীর্ঘ। উল্লেখ্য, ২০০৫ সালে মনমোহন সিংহ রাজ্য সফরে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ত্রিপুরার জাতীয় সড়কটি চার লেনের হবে। পরবর্তী কালে তা সংশোধিত হয়ে ৪৪ নম্বর জাতীয় সড়ককে ডবল লেনের করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই কাজই এ বার শুরু হবে। এর আগে ত্রিপুরার উত্তরে, ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত প্রায় ২০০ কিমি দীর্ঘ জাতীয় সড়কের চুরাইবাড়ি, পানিসাগর, পেচারথল, আমবাসা-সহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তা প্রশস্ত হয়ে ডবল লেন হয়েছে। বিক্ষিপ্ত ভাবে হলেও এ প্রান্তে জাতীয় সড়কের ডবল লেনের কাজ হয়েছে ১৮-২০ কিলোমিটার। বেশ কয়েক বছর ধরে ৪৪ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজটি থমকে রয়েছে বিভিন্ন কারণে।
ফার্নান্ডেজ দিল্লি রওনা হওয়ার আগে সাংবাদিকদের বলেন, ‘‘কেন্দ্র ত্রিপুরা-সহ উত্তর-পূর্বাঞ্চলের সব রাজ্যে সড়ক, পরিবহণ ব্যবস্থার উন্নতির বিষয়ে গুরুত্ব দিচ্ছে।’’ এ কারণে প্রত্যেক রাজ্যই তিনি ঘুরছেন বলে কেন্দ্রীয় মন্ত্রী জানান। এ দিন তিনি আরও বলেন, ‘‘জাতীয় সড়কের সংস্কারের ভার রাজ্য সরকারের হাতেই দেওয়া হবে।’’


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.