জঙ্গিকর বন্ধ নয়, জানাল নাগা জঙ্গিরা
তিহাসিক জনসমাবেশ, কেন্দ্রের চাপ বা স্বাক্ষর অভিযান—কোনও কিছুই নাগা জঙ্গিদের কর আদায়ের অধিকার কেড়ে নিতে পারবে না। এই ঘোষণা করল এনএসসিএন (আইএম)।
ডিমাপুরে বেআইনি জঙ্গি করের বিরুদ্ধে গড়া হয়েছে যৌথ মঞ্চ। কেন্দ্রের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার জঙ্গিকর ঠেকাতে কোনও ব্যবস্থা না নেওয়ায় নাগাল্যান্ডের ব্যবসায়ী, চাকুরিজীবি, সমাজকর্মীরা জঙ্গিকরের বিরুদ্ধে একজোট হয়ে এই যৌথ মঞ্চ গড়েছেন।
অক্টোবরের শেষ সপ্তাহে পাঁচ দিন ধরে জঙ্গিদের বিরুদ্ধে তাদের স্বাক্ষর সংগ্রহ অভিযান চলেছে। জঙ্গিরা স্বাক্ষর সংগ্রহ করা সব ক্যানভাস ছিঁড়ে ফেলে শাস্তির হুমকি দিলেও পিছিয়ে আসেননি ডিমাপুরবাসী। ৩১ অক্টোবর ডিমাপুর সিটি টাওয়ারের সামনে দশ হাজার নামুষের সভাও করে যৌথ মঞ্চ। জনসভায় সমস্বরে জঙ্গি অত্যাচার, কর আদায়, অন্যায় তোলাবাজি ও সরকারি দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা হয়।
এই জনসভার পরে কয়েকদিন চুপচাপ ছিল জঙ্গিরা। তবে আজ ফের বিবৃতি দিয়ে তারা জানায়, কর আদায় যেমন চলছে চলবে। যারা কর আদায়ের বিপক্ষে বক্তব্য রাখছেন তাদেরও কড়া সমালোচনা করে জঙ্গিরা। আইএম-এর মতে, তারা সব সংগঠনকে একত্র করে ঐক্যবদ্ধ লড়াই চালাবার চেষ্টা করলেও, বেশ কিছু জঙ্গি সংগঠন তাতে রাজি হয়নি। ফলে এক দিকে ভারতের কাছে দাবি আদায় পিছিয়ে যাচ্ছে। অন্য দিকে, এতগুলি সংগঠন পৃথকভাবে কর আদায় করার ফলেই মানুষের উপরে বোঝা বাড়ছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.