টুকরো খবর |
সম্মান-হত্যা নলবাড়িতে, ধৃত বাবা-দাদা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পরিবারের মতে বিয়ে না করে অন্যত্র প্রেম করায় মেয়েকে হত্যা করলেন বাবা। ঘটনাটি ঘটেছে নলবাড়ি জেলার মুকালমুয়ায়। জেলার পুলিশ সুপার প্রদীপরঞ্জন কর জানান, কাতলাবাড়ি এলাকার বাসিন্দা জুলিয়াস আলির মেয়ে, নবম শ্রেণির ছাত্রী মরিয়ম এলাকার অন্য একটি ছেলেকে ভালবাসত। সেই সম্পর্ক তার পরিবার মেনে নিতে পারেনি। বাবা জুলিয়াস আলি মেয়ের অন্যত্র বিয়ে ঠিক করেন। কিন্তু মরিয়ম বিয়েতে কিছুতেই রাজি হচ্ছিল না। গত কাল রাতে বাবা ও দাদা মরিয়মের উপরে চড়াও হয়। বাড়ির চাপের কাছে নতি স্বীকার না করায় মরিয়মকে মেরে-কুপিয়ে হত্যা করা হয়। দেহটি বাড়ির কাছেই পুঁতে দেন তাঁরা। কিন্তু পড়শিরা চিৎকার ও মারামারির শব্দ পেয়ে পুলিশে খবর দেয়। আজ সকালে পুলিশ এসে মরিয়মের বাবা ও দাদাকে গ্রেফতার করে। তাদের জেরা করে, পুঁতে রাখা মরিয়মের দেহ মাটি খুঁড়ে তোলা হয়। আদালত জুলিয়াস ও বাবুলকে দু’দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে।
|
রাভা-হাসোং এলাকা উত্তপ্ত
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ফের উত্তপ্ত হয়ে উঠল রাভা-হাসোং এলাকা। স্বশাসিত পরিষদের ভোট ঘিরে হিংসার জেরে গত কাল রাতে গোয়ালপাড়ার হাসডোবা এলাকায় পঞ্চায়েত ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়। দমকল আসার আগেই পুরো বাড়িটি পুড়ে যায়। অন্য দিকে, দুষ্কৃতীরা ভালুকডুবিতে রাভা সাহিত্য পরিষদ ভবনেও আগুন লাগিয়ে দেয়। দু’টি ঘটনায় অবশ্য কেউ হতাহত হয়নি। আজ সকালে গোয়ালপাড়ার দুধনৈ এলাকায় ৩৭ নম্বর জাতীয় সড়কের কাছেই একটি দাবিহীন ব্যাগ মেলে। পুলিশ এসে ব্যাগটি নিরাপদ স্থানে নিয়ে যায়। ব্যাগের ভিতরে ছিল বোমা। পরে সেনাবাহিনী বোমাটি নিষ্ক্রিয় করে।
|
আগুনে পুড়ল বস্তি, হত দম্পতি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পুড়ে গেল ১৮টি বাড়ি। মারা গেলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে তিনসুকিয়া জেলায়। পুলিশ জানায়, গত কাল রাত সাড়ে ১২টা নাগাদ মাকুম রোডে, উড়ালপুলের কাছে এক বস্তিতে আগুন লাগে। ডিগবয় ও দুলিয়াজান থেকে দমকল আসার আগেই ১৮টি কাঁচা বাড়ি আগুনের গ্রাসে চলে যায়। রামবিলাস সাহু ও তাঁর স্ত্রী লালবতী দেবী বাড়ি থেকে বের হতে না পেরে জীবন্ত পুড়ে মারা যান। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল।
|
আজ ছাড়া পাচ্ছেন মান্নান
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
হাসপাতাল থেকে সোমবার ছাড়া পাচ্ছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। পায়ে চোট লাগায় প্রায় তিন সপ্তাহ তিনি দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে ছিলেন। তাঁকে দেখতে হাসপাতালে যান প্রদীপ ভট্টাচার্য, সোমেন মিত্র, দীপা দাশমুন্সি, আবু হাসেম খান চৌধুরী, সি পি জোশী প্রমুখ নেতা। খোঁজ নেন রাষ্ট্রপতিও। প্রতিদিন হাসপাতালে খাবার পাঠিয়েছেন অধীর চৌধুরী।
|
দেশভাগের পাপ করেছে কংগ্রেস, তোপ মোদীর |
নানা ভুল মন্তব্য করে দেশের ইতিহাস-ভূগোল বদলে দিচ্ছে বিজেপি। শনিবার এ ভাবেই নাম না করে নরেন্দ্র মোদীকে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। পর দিনই তাঁর উদ্দেশে পাল্টা তোপ দাগলেন মোদী। রবিবার গুজরাতের খেড়ায় সংখ্যালঘু সম্প্রদায় পরিচালিত এক হাসপাতালের উদ্বোধনে বক্তৃতার সময় মোদী বলেন, দেশের ইতিহাস ভূগোল বদলে দিচ্ছে কংগ্রেসই। মনমোহনের উদ্দেশে সরাসরি প্রশ্ন করেন, “আপনি তো হিন্দুস্থানেই জন্মেছিলেন। সেই গ্রাম এখন আর ভারতে নেই কেন? কে দেশকে দু’ভাগ করেছে? এ বার বলুন দেশের ভূগোল কারা বদলেছে?” তিনি আরও বলেন, চিন ভারতের বেশ কিছু অংশ দখল করে নিলেও চুপ থেকেছে ইউপিএ সরকার। এমনকী শহিদদের উপযুক্ত সম্মানও দেয়নি কংগ্রেস, এ দিন এই অভিযোগেও তোলেন তিনি। বলেন, জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী ভারতরত্ন পেয়েছেন জীবদ্দশায়। কিন্তু বি আর অম্বেডকর এবং সর্দার বল্লভভাই পটেলকে ভারতরত্ন দেওয়া হয়েছে মৃত্যুর বহু পরে। আন্দামান নিকোবরে দেশের যে শহিদেরা মৃত্যুবরণ করেছেন তাঁদের কথাও কংগ্রেস সরকার মনে রাখেনি বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি, শুধু ভূগোল নয়, কংগ্রেস দেশের ইতিহাসও বদলেছে। রবিবারই গোয়ায় একটি সভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, “মোদীকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। উনি আমাদের বিরোধী দলের প্রধানমন্ত্রী প্রার্থী।”
|
ছত্তীসগঢ়ে বিস্ফোরণে আহত দুই জওয়ান |
ছত্তীসগঢ়ে নির্বাচন কর্মীদের উপরে হামলা শুরু করল মাওবাদীরা। রাজনন্দগাঁওয়ে বালডোংরির বুথে যাওয়ার পথে একটি নির্বাচনী দলকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। আহত হয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের দুই জওয়ান। রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার সঞ্জীব শুক্ল জানিয়েছেন, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে আহত দুই জওয়ানের প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে তাঁদের রাজনন্দগাঁও সদরে আনা হয়েছে। ছত্তীসগঢ় বিধানসভা ভোটের প্রথম পর্ব সোমবার। নির্ধারিত হবে মুখ্যমন্ত্রী রমন সিংহ-সহ ১৪৩ জন প্রার্থীর ভাগ্য। বিজেপি রমন সিংহকে অন্যতম সফল মুখ্যমন্ত্রী হিসেবে প্রচার করলেও মাওবাদী দমনে তাঁর সাফল্য নিয়ে প্রশ্ন রয়েছে। চলতি বছরেই মাওবাদী হামলায় নিহত হন ছত্তীসগঢ়ের বেশ কয়েক জন শীর্ষ কংগ্রেস নেতা। কেন্দ্রের সাহায্য সত্ত্বেও রমন সিংহ মাওবাদী দমনের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ করতে পারছেন না বলে সম্প্রতি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।
|
বিতর্কিত ধর্মগুরুর প্রশংসায় দিগ্বিজয় |
বিতর্কিত মুসলিম ধর্মগুরু তৌকির রাজা খানের প্রশংসা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংহ। ওই ধর্মগুরুর সঙ্গে দেখা করেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। তার পরে কেজরিওয়ালের সমালোচনা করে কংগ্রেস ও বিজেপি। কংগ্রেস দাবি করে, কেজরিওয়ালের রাজনীতি গোড়া থেকেই আরএসএসের মদতপুষ্ট। এখন মুসলিমদের নিয়ে ফুটবল খেলতে চান। কেজরিওয়াল সাম্প্রদায়িক রাজনীতি করছেন বলে দাবি বিজেপিরও। রবিবার উত্তরপ্রদেশের সম্ভলে গো-রক্ষা কেন্দ্রের উদ্বোধনে হাজির ছিলেন তৌকির রাজা খান, দিগ্বিজয় ও আচার্য প্রমোদ কৃষ্ণন। সেখানে দিগ্বিজয় বলেন, “রাজা খান সম্পর্কে শুনেছি। কিন্তু তাঁর বক্তব্য শুনে মনে হচ্ছে হিন্দু-মুসলিম ঐক্যের প্রকৃত কাজ তিনি ও আচার্য কৃষ্ণনই করছেন।” রাজা খান বলেন, “কেজরিওয়ালের সঙ্গে আমার বৈঠক নিয়ে কে কী ভাবল তাতে কিছু যায় আসে না। দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইকে আমি সমর্থন করি।”
|
আগুনে পুড়ল বস্তি, মৃত দম্পতি |
পুড়ে গেল ১৮টি বাড়ি। মারা গেলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে তিনসুকিয়া জেলায়। পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ মাকুম রোডে, উড়ালপুলের কাছে এক বস্তিতে আগুন লাগে। ডিগবয় ও দুলিয়াজান থেকে দমকল আসার আগেই ১৮টি কাঁচা বাড়ি আগুনের গ্রাসে চলে যায়। রামবিলাস সাহু ও তাঁর স্ত্রী লালবতী দেবী বাড়ি থেকে বের হতে না পেরে জীবন্ত পুড়ে মারা যান। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল।
|
অভিনেত্রীর দাবি |
কোনও ধরনের চাপের মুখে পড়ে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা প্রত্যাহার করেননি বলে রবিবার জানালেন মালয়ালম অভিনেত্রী শ্বেতা মেনন। তিনি জানান, ওই সাংসদ টিভি চ্যানেলের মাধ্যমে ক্ষমা চেয়েছেন। বাবার উপদেশ মেনেই মামলাটি প্রত্যাহার করেছেন বলেও জানান শ্বেতা।
|
পুরনো খবর: যৌন হেনস্থার নালিশ সাংসদের বিরুদ্ধে
|
মিলল খোঁজ |
অবশেষে খোঁজ পাওয়া গেল খুন হয়ে যাওয়া পরিচারিকা রাখি ভদ্রের ছেলের। পশ্চিমবঙ্গে নিজের বাড়িতে তাঁর খোঁজ পেল দিল্লি পুলিশের দল। বৃহস্পতিবার রাতে তিনি হঠাৎ করেই চাণক্যপুরী থানার বাইরে থেকে নিখোঁজ হয়ে যান। রাখির ছেলে পুলিশকে জানিয়েছেন, মায়ের খুনের ঘটনায় ভয় পেয়েই দিল্লি থেকে পালিয়ে যান। রাখির খুনের ঘটনায় অভিযুক্ত সাংসদ ধনঞ্জয় সিংহ ও স্ত্রী জাগৃতি। |
|