রাজনৈতিক শিক্ষায় জোর দিয়েই সংগঠনকে ফের মজবুত করতে চাইছেন বাম নেতৃত্ব। মূলত সেই লক্ষ্যেই নভেম্বর বিপ্লব ও প্রয়াত কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর জন্মশতবর্ষ উপলক্ষে পাঁচ দিন ধরে সল্টলেকের দিশারি ভবনে আলোচনাসভা, বইমেলা ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনী নিয়ে প্রর্দশনী, শিশু-কিশোরদের জন্য সিনেমা, তথ্যচিত্র, বিদ্বজ্জনদের আড্ডা, ছোটদের বসে আঁকো এবং সে সব ছবির প্রর্দশনীর আয়োজন করেছে সিপিএমের সল্টলেক আঞ্চলিক কমিটি।
অনুষ্ঠানের সূচনা হয়েছে ৭ নভেম্বর সিপিএমের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নীলোৎপল বসুর হাতে। প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুকে ঘিরে বিভিন্ন ক্ষেত্রের বিদ্বজ্জনদের নিয়ে আড্ডা বসেছিল রমলা চক্রবর্তীর পরিচালনায়। মঙ্গল গ্রহ নিয়ে অরুণাভ মিশ্র ও জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে শ্যামল চক্রবর্তী, কিংবা জনগণের মধ্যে গণ-সংগঠনের ভূমিকা প্রসঙ্গে সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্যের আলোচনা ঘিরে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
‘নারী নির্যাতন: অধিকার ও আইন’ প্রসঙ্গে মালিনী ভট্টাচার্য এবং ভারতী মুৎসুদ্দি আলোচনা করবেন আজ, সোমবার। ‘সংসদীয় গণতন্ত্র ও জ্যোতি বসু’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় এবং বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিম।
রবিবার সকালে শ’দুয়েক ছেলেমেয়ে অংশ নিয়েছিল বসে আঁকো প্রতিযোগিতায়। প্রতিষ্ঠিত শিল্পীরাও তাদের সঙ্গে ছবি আঁকেন। সল্টলেক আঞ্চলিক কমিটির সম্পাদক সৌমেন চক্রবর্তী বলেন, “রাজনৈতিক আদর্শই একমাত্র হাতিয়ার। আগামী প্রজন্মের কাছেও সেই শিক্ষা পৌঁছে দিতে এই পরিকল্পনা।” |