প্রশাসনিক হস্তক্ষেপে কলকাতার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত অধিকাংশ প্রধান বাজারে ১৩ টাকা কিলোগ্রাম দরে আলু কমবেশি পাওয়া যাচ্ছে ঠিকই। কিন্তু শহর ও শহরতলির স্থানীয় ছোট ছোট বাজারে আকাল রয়েই গিয়েছে। রবিবার বাগুইআটি বাজার বা দক্ষিণ শহরতলির কেন্দুয়া খালপাড়ের বাজারে আলু পাননি অধিকাংশ ক্রেতা। যাদবপুরের গাঙ্গুলিবাগান এলাকার বাসিন্দারাও বাজারে গিয়ে হতাশ হয়েছেন। ছুটির দিনের মাংসের ঝোল আলু-হীন থেকে গিয়েছে অনেক পরিবারে। বিধাননগর উপনগরীর কয়েকটি বাজারে সরকারি আলু না-পৌঁছনোয় সেখানকার দোকানদারেরাও অত্যন্ত হতাশ। বেশি দামে যে আলু বেচবেন, সেই উৎসাহও হারিয়ে ফেলছেন বিক্রেতারা। তেঘরিয়া বাজারের এক বিক্রেতা জানান, তাঁদের ওখানে সরকারি আলু পৌঁছয় না। তাই তাঁরা সরকারি পাইকারি দর ১১ টাকায় আলু পাচ্ছেন না। ফলে তাঁদের পক্ষে খুচরো ক্রেতাদের ১৩ টাকা কেজি দরে আলু বিক্রি করা কোনও ভাবেই সম্ভব হচ্ছে না। শনিবার ওই বাজারের বিক্রেতারা বেশি দামে কয়েক বস্তা আলু কিনেছিলেন। কিন্তু পুলিশের সামনে তা বেচতে হয়েছে ১৩ টাকা কেজি দরে। ফলে প্রচুর লোকসান হয়ে গিয়েছে। ওই দোকানদার রবিবার থেকে আলু বিক্রি বন্ধ রেখেছেন।
|
শহরে তিনটি পৃথক আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল পাঁচটা নাগাদ আমহার্স্ট স্ট্রিট থানার বিদ্যাসাগর স্ট্রিটে বিদ্যাসাগরের বাড়ি সংলগ্ন ভগবতী সভাগৃহটি পুড়ে যায়। দমকল সূত্রের খবর, একটি চারতলা বাড়ির দোতলায় ওই সভাগৃহটি রয়েছে। এ দিন সেটি বন্ধ ছিল। আচমকা সভাগৃহের জানলা দিয়ে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়েরা দমকলে খবর দেন। পাঁচটি ইঞ্জিন গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বাড়িটির তিনতলা ও চারতলার লাইব্রেরিতে অবশ্য আগুন ছড়িয়ে পড়তে পারেনি। হতাহতের কোনও খবর নেই। এ দিনই দুপুরে বড়বাজারের জ্যাকসন লেনে আংশিক পুড়ে যায় কাগজ ও প্লাস্টিকের একটি গুদাম। পুলিশ জানায়, একটি বহুতলের দোতলায় গুদামটি রয়েছে। সেটি এ দিন বন্ধ ছিল। হঠাৎই গুদামের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়েরা দমকলে খবর দেন। দমকলের পাঁচটি ইঞ্জিন গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। ক্ষয়ক্ষতির হিসেব মেলেনি। অন্য দিকে, শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ তপসিয়া লেনে একটি বহুতল আবাসনের তিনতলায় আগুন লাগে। পুড়ে যায় দু’টি মোটরবাইক। তবে কেউ হতাহত হননি। দমকলের তিনটি ইঞ্জিন তিন ঘণ্টায় আগুন নেভায়। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই তিনটি জায়গায় আগুন লেগেছিল।
|
এক আইনজীবীর বাড়ি থেকে সোনার গয়না ও টাকা চুরি গিয়েছে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকার হরিশ মুখার্জি রোডে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায়। পুলিশ জানায়, প্রদীপকুমার সাউ নামে ওই আইনজীবী এবং তাঁর স্ত্রী একটি ফ্ল্যাটে থাকেন। শনিবার সকালে প্রদীপবাবু কাজে বেরিয়ে যান। বেলা ১২টা নাগাদ বেরিয়ে যান তাঁর স্ত্রীও। বিকেলে ফিরে তিনি দেখেন, দরজার তালা ভাঙা। ঘর লন্ডভন্ড। কয়েক হাজার টাকা এবং লক্ষাধিক টাকার গয়না চুরি গিয়েছে বলে প্রদীপবাবুর অভিযোগ। রবিবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
|
টাকা ফেরত না পেয়ে একটি লগ্নি সংস্থার অফিসে বিক্ষোভ দেখালেন আমানতকারীরা। রবিবার, সংস্থাটির ডায়মন্ড হারবার রোডের শীলপাড়া শাখার অফিসে। আট বিক্ষোভকারী গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, আমানতকারীদের দাবি, মে মাস থেকে ওই লগ্নি সংস্থাটি তাঁদের টাকা দেওয়া বন্ধ করে দেয়। এর জেরেই এ দিন বিক্ষোভ ও ভাঙচুর হয়। পুলিশ সূত্রের খবর, যে বাড়িটিতে ওই সংস্থার অফিস ছিল, ভাঙচুরের ঘটনায় সেই বাড়ির মালিক পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে পুলিশ ৮ জনকে ধরেছে।
|
পাঁচ বছরের এক শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার, পশ্চিম বন্দর থানার হুগলি চটকল আবাসনে। পুলিশ জানায়, ওই শিশুর বাবা ভ্যানচালক ও মা পরিচারিকা। অভিযোগ, গত মঙ্গলবার নগেন্দ্র নামে এক যুবক শিশুটিকে নিজের ঘরে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে। এর পরেই পালায় সে।
|
ক্রেন ভেঙে মৃত্যু হল এক শ্রমিকের। শনিবার, শিয়ালদহ স্টেশনের কাছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণস্থলে। মৃতের নাম সাবির আহমেদ (৩৫)। পুলিশ জানায়, ঠিকাদার সংস্থার কর্মী সাবির কাজ করার সময়ে ক্রেনটির একাংশ তাঁর উপরে ভেঙে পড়ে। |