মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বীরভূম সফরকে ঘিরে ঘাম ছুটছে জেলা পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিদের। আগামী মঙ্গলবারই তিনি বীরভূমে প্রশাসনিক বৈঠক ও জনসভা করতে ইলামবাজার পৌঁছবেন। তারই জেরে দফায় দফায় পুলিশ ও প্রশাসনের কর্তাদের বৈঠক চলছে। বরাবরের মতো এ বারও মুখ্যমন্ত্রীর কনভয়ের সম্ভাব্য পথ সংস্কারের কাজও শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলার সকল স্তরের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে জেলাশাসক ইলামবাজার সহ-কৃষি অধিকর্তার দফতরে একটি বৈঠকও করেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘোষিত সরকারি প্রকল্পগুলির কাজ কত দূর এগিয়েছে, কী কারণে কোন প্রকল্পের কাজ আশানুরূপ এগোয়নি, এ সব নিয়েই ওই বৈঠকে আলোচনা হয়েছে। এমনিতে বীরভূমে রাস্তার বেহাল দশা মানুষ বহু দিন ধরেই সরব। প্রায় দিনই রাস্তা অবরোধে সামিল হন জেলার ক্ষুব্ধ মানুষজন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী আসার আগে জোর কদমে চলছে রাস্তা সংস্কারের কাজ চলছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই প্রাথমিক ভাবে দুর্গাপুর থেকে ইলামবাজার আসার পথে, জাতীয় সড়কের খানাখন্দগুলিকে অস্থায়ী ভাবে মেরামতের ব্যবস্থা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলা প্রশাসন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ইলামাবাজার সহ-কৃষি অধিকর্তার দফতরে দুপুর সাড়ে বারোটা নাগাদ একটি প্রশাসনিক বৈঠক করবেন। তার পরে দুপুর দুটো নাগাদ বিডিও অফিস লাগোয়া স্থানীয় গ্রন্থাগার মাঠে জনসভাও করবেন। জনসভায় জেলার তিনটি জলপ্রকল্প (রামপুরহাট পুরসভা, খয়রাশোল ও খুজুটিপাড়ায়) ঘোষণা করবেন। এ ছাড়াও জেলার ভূমিহীনদের প্রায় ১ হাজার পাট্টা বিলি করবেন। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীদের হাতে সাইকেলও তুলে দেবেন। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের জন্য আমরা সব রকমের প্রস্তুতি নিচ্ছি।”
জেলা সম্মেলন। ‘পশ্চিমবঙ্গ নন গেজেটেড হেলথ্ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন’-এর জেলা সম্মেলন হয়ে গেল সিউড়িতে। রবিবার সম্মেলনটি অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সভাকক্ষে। জেলা সম্পাদক জহর রায় বলেন, “সম্মেলনে সরকারি চাকরির সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। প্রকাশ চক্রবর্তীকে নতুন জেলা সভাপতি করা হয়েছে।” |