সিপিএমের শিক্ষক সংগঠন এবিটিএ-র সঙ্গে যুক্ত সাত শিক্ষক নেতা যোগ দিলেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতিতে। রবিবার কালনার পুরশ্রী মঞ্চে এক অনুষ্ঠানে মম্তেশ্বর ২ শাখার ওই সাত শিক্ষক তৃণমূলের সংগঠনে যোগ দেন। ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি তপন পোড়েল, স্বামী সঞ্জয়ানন্দ পুরী-সহ বিশিষ্টজনেরা। প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দেবাশিস নাগ জানান, শিক্ষক-শিক্ষিকারা যাতে নিজেদের এলাকার কাছাকাছি স্কুলে শিক্ষকতা করতে পারেন সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
|
শিশুসন্তানকে খুনের অভিযোগে ধৃত মহিলা ও তাঁর দেওরকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল কালনা আদালত। রবিবার মাজেরা বিবি নামে ওই মহিলাকে ১৪ দিন ও তাঁর দেওর আশাদুল শেখকে সাত দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। শনিবার কালনার ন’পাড়া গ্রামে একটি পুকুরে পাঁচ মাসের শিশুটির দেহ মেলে। খুনের অভিযোগে গ্রেফতার করা হয় তার মা মাজেরা ও কাকা আশাদুলকে। পুলিশের দাবি, মাজেরা জেরায় খুনের কথা স্বীকার করেছে।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন কালনার কল্যাণপুর গ্রামের কংগ্রেস নেতা নুরুল ইসলাম (৬০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়িতে মিস্ত্রীদের কাজ করতে বলে তিনি মাঠে যান। দুপুর পর্যন্ত ফিরে না আসায় খোঁজ শুরু হয়। পরে মাঠেই বিদ্যুতের তার জড়িয়ে তাঁর দেহ পড়তে দেখেন গ্রামবাসীরা। ট্রান্সফর্মার বন্ধ করে তাঁর দেহ উদ্ধার করা হয়। রবিবার দেহটি ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
|
কবিতা পাঠ ও সাহিত্য আসর হল কালনার দানেশ্বরের জাপট এলাকায়। শনিবার অনুষ্ঠানে ছিলেন সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। তিনি জানান, ভাল সাহিত্যের পাঠক এখনও রয়েছে। উদ্যোক্তাদের তরফে আনন্দম রাহা বলেন, “সাহিত্য নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ।”
|