জগদ্ধাত্রীর আরাধনার সঙ্গেই যাত্রা ‘উৎসবে’ মেতে উঠেছে কাটোয়ার শিবলুন গ্রাম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৮৭১ সালে এই গ্রামের জমিদার বাড়িতে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয়। তার পরে আরও দু’টি বাড়িতে শুরু হয় পুজো। কিন্তু এই পারিবারিক পুজোগুলিতে তখন গ্রামের সাধারণ মানুষের প্রবেশের সুযোগ ছিল না। সেই কারণে স্থানীয় সদগোপ পাড়ার বাসিন্দারা নিজেরাই শুরু করেন পুজো। এর পরেই ধীরে ধীরে গোটা গ্রাম জুড়ে উৎসবের আকার নেয় জগদ্ধাত্রী পুজো। পরে সেই উৎসবে যোগ হয় যাত্রা। |
স্থানীয় মুন্সি পাড়ার মিলন সঙ্ঘ ১৯৭১ সাল থেকে পাড়ার বাসিন্দা ও ক্লাবের সদস্যদের নিয়ে যাত্রা করছেন। পুজোর সময়ে এই যাত্রা নিয়ে এলাকায় উৎসাহ থাকে তুঙ্গে। এ বছর মিলন সঙ্ঘের যাত্রার নাম ‘মীরার বধূয়াঁ’। যাত্রায় আকবরের ভূমিকায় অভিনয় করছেন তপোময় ঘোষ। তাঁর কথায়, “গ্রামের দিকেও যাত্রাশিল্প আর প্রায় দেখা যায় না। তবুও আমরা অনেক কষ্ট করে প্রতি বছর জগদ্ধাত্রী পুজোর সময় যাত্রা করি। ক্লাবের সম্পাদক নিতাই ঘোষ ও প্রবীণ সদস্য নারায়ণ ঘোষ জানান, এই গ্রামে আগে শুধুই যাত্রা হত। জগদ্ধাত্রী পুজো করা হত না। পরে এলাকাকে আরও জমজমাট করার জন্য ১৯৯৫ সাল থেকে শুরু হয় পুজো। যাত্রার রিহার্সাল ঘিরেও এলাকাবাসীদের উৎসাহ তুঙ্গে থাকে। শুধু বড়রাই নয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পড়ুয়ারাও অত্যন্ত উৎসাহের সঙ্গে যাত্রায় যোগ দেয়। যাত্রা দেখতে গ্রামের বাইরে থেকেও আসেন বহু মানুষ। |