বাজারে বিক্রির ব্যবস্থা না করে দালালদের হাতে আলু তুলে দেওয়া হচ্ছে, এই অভিযোগে রবিবার দুপুরে কুলটির চৌরঙ্গি এলাকায় বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস। সংগঠনের কুলটি ব্লক সহ-সভাপতি বিশ্বজিৎ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, ভিন্ রাজ্যে যাওয়ার পথে কুলটির চৌরঙ্গি এলাকায় পুলিশ আলু বোঝাই লরি ধরছে। তাঁর আরও অভিযোগ, এই সমস্ত আলু ঠিক পথে বাজারে বিক্রির ব্যবস্থা না করে এক শ্রেণির দালালদের হাতে তুলে দেওয়া হচ্ছে। দালালেরা তা চড়া দামে চোরাগোপ্তা বিক্রি করছে। পুলিশ অবশ্য এই অভিযোগ মানেনি। সঠিক পথেই সরকার নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছে। পুলিশ জানিয়েছে, রবিবার ভোর রাতে আলু বোঝাই দু’টি লরি চৌরঙ্গি এলাকায় ধরা পড়েছে। এই আলু কুলটি, বরাকর, নিয়ামতপুরের বাজার থেকে বিক্রি করা হয়েছে।
|
এক বধূকে পণের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে কাঁকসা থানার পুলিশ স্বামী, শ্বশুর ও দেওরকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৬ সালে দুর্গাপুরের ডিটিপিএস আবাসনের বাসিন্দা সোনালীদেবীর বিয়ে হয় কাঁকসা থানার রাজবাঁধের বাসিন্দা শান্তনু চট্টোপাধ্যায়ের সঙ্গে। সপ্তাহখানেক আগে সোনালীদেবীর বাবা চরণদাস ত্রিবেদি পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে তাঁর মেয়ের উপর অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ, ৩০ অক্টোবর তাঁকে মেরে ঘর থেকে বের করে দেওয়া হয়। মারধর করা হয় সোনালীদেবীর দুই ভাইকেও। ৫ দিন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার পরে ছাড়া পান সোনালীদেবী। চরণদাসবাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ সোনালীদেবীর স্বামী, শ্বশুর ও দেওরকে গ্রেফতার করেছে।
|
লরি চাপা পড়ে মৃত্যু হল এক বালকের। রবিবার দুপুর ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুরের নিউ টাউন শিপ থানা এলাকার স্টেশন রোডে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গোবিন্দ সিংহ (১০)। বাড়ি স্টেশন রোড এলাকায়। পুলিশ জানিয়েছে, গোবিন্দ তার বন্ধুদের সঙ্গে ঘুড়ি ওড়াচ্ছিল। একটি ঘুড়ি কেটে যেতেই সে সেটির পিছু নেয়। অসাবধানে রাস্তায় উঠে পড়ে। সেই সময় একটি দ্রুতগতিতে আসা একটি লরি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, লরিটির খোঁজে তল্লাশি চলছে।
|
লোহা চুরির সময় হাতেনাতে ধরা পড়ল চার ব্যক্তি। রানিগঞ্জের বন্ধ বার্ন স্ট্যান্ডার্ড কারখানা থেকে ওই লোহা চুরির সময় ধরা পড়ে ওই চার জন। পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় ওই কারখানায়। সাত টন লোহা-সহ চার জনকে পাকড়াও করা হয়েছে। তিন জন পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।
|