হারল হুগলি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অনূর্ধ্ব ১৯ আন্তঃজেলা স্কুল ভলিবলে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে উত্তর ২৪ পরগনা। ফাইনালে তারা হুগলিকে ২৫-২১, ২২-২৫, ২৫-২০ ও ২৫-১৩ পয়েন্টে হারিয়েছে। ছেলেদের বিভাগে তৃতীয় হয়েছে বর্ধমান। তারা অপর সেমিফাইনালিষ্ট হাওড়াকে ২-১ সেটে হারিয়েছে। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে হুগলি। তারা ফাইনালে উত্তর ২৪ পরগনাকে ২৫-২৩, ২৫-২৩, ২৫-২৩ পয়েন্টে হারিয়েছে। ছেলে ও মেয়েদের রাজ্য স্কুল ভলিবল দলও গঠন করা হয়েছে এই প্রতিযোগিতার পরে।
|
জয়ী জলপাইগুড়ি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অনূর্ধ্ব ১৭ আন্তঃজেলা স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে জলপাইগুড়ি। স্পন্দন মাঠে তারা ফাইনালে সাডন ডেথে ৮-৭ গোলে নদিয়াকে হারিয়েছে। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ০-০। টাইব্রেকারেও ফল গিয়ে দাঁড়ায় ৪-৪। প্রতিযোগিতার সেরা পুরষ্কার দেওয়া হয়েছে জলপাইগুড়ির সনাতন কর্মকারকে। এই প্রতিযোগিতা থেকে ফুটবলের রাজ্য দল গঠিত হয়েছে। তাতে জলপাইগুড়ি থেকে ৬, নদিয়া থেকে ৪, হুগলি থেকে ২ ও বর্ধমান থাকে ১ জনকে বেছে নেওয়া হয়েছে। কয়েকজনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।
|
জয়ী শ্যামগঞ্জ
নিজস্ব সংবাদদাতা • কালনা |
কালনা মহকুমা ফুটবল লিগে রবিবারের খেলায় জয়ী হল শ্যামগঞ্জ জুনিয়র ক্লাব। এ দিন মিলন সঙ্ঘকে ৪-১ গোলে হারায় তাঁরা। শনিবার এই প্রতিযোগিতায় সুপার সকার ক্লাব ও বান্ধব সমিতির খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হয়েছিল।
|
জয়ী অম্বুজা স্পোর্টিং
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
রসুই গ্রামের তরুণ সঙ্ঘ পরিচালিত ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় জিতল ন’নগর অম্বুজা স্পোটিং ক্লাব। তারা ২-০ গোলে হারায় কালনা ফুটবল অ্যাকাডেমিকে। জয়ী দলের হয়ে গোল দু’টি করেন চন্দন সাহা ও উত্তম দাস।
|
কলকাতার জয়
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বিবেকানন্দ ক্লাব আয়োজিত কোটালডিহি মাঠে মহিলা প্রীতি ফুটবল ম্যাচে জিতল কলকাতা একাদশ। হাওড়া একাদশকে তারা ৪-০ গোলে হারায়।
|
জিতল দোমহানি
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
বীরকুলটি আদিবাসী ক্লাব আয়োজিত ফুটবলে প্রথম সেমিফাইনালে বিজয়ী হল দোমহানি একাদশ। বীরকুলটি মাঠে তারা নতুনডিহি ডিভিএসকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে।
|
|
মেমারির খাঁড়ো ফুটবল মাঠে ফুটবলারদের সঙ্গে জুনিয়র পি সি সরকার। —নিজস্ব চিত্র। |
|
|