নিয়ন্ত্রিত বাজার সমিতির উদ্যোগে নির্মাণ সম্পূর্ণ হওয়ার পরেও ১৬ স্টল বিলি না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সরব পঞ্চায়েত সমিতির কর্তারা। ক্ষুব্ধ ব্যবসায়ীদের অভিযোগ, নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর পাঁচ বছর পার হয়ে গিয়েছে। কিন্তু বক্সিরহাট বাজার চত্বরে স্টলগুলি বিলি নিয়ে বাজার সমিতির হেলদোল নেই। তালা বন্দি স্টল রক্ষণাবেক্ষনের অভাবে বেহাল হয়ে পড়েছে। কিছু স্টলের লোহার সাটার নষ্টের মুখে। অথচ ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে পসরা নিয়ে বসছেন। বক্সিরহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন দাস বলেন, “অন্তত ৫ বছর আগে স্টলগুলি তৈরির কাজ সম্পূর্ণ। অজ্ঞাত কারণে সেগুলি বিলি করা হচ্ছে না। কিছু স্টলের জিনিসপত্র নষ্ট হচ্ছে। দ্রুত স্টল বিলি করা না হলে আন্দোলনে নামব।” ব্যবসায়ী সমিতির কর্তার ক্ষোভের যৌক্তিকতা স্বীকার করে নিয়েছেন তুফানগঞ্জ-২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন সাহা। তিনি বলেন, “আমি বছর খানেক আগে বাজার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কাজ হয়নি। অথচ স্টল কিনতে আগ্রহীদের সংখ্যা কম নয়।” নিয়ন্ত্রিত বাজার সমিতির বক্সিরহাট শাখার কয়েকজন কর্মী জানান, ২০০৬-০৭ সালে বক্সিরহাট বাজার চত্বরে ওই স্টলগুলি তৈরি করা হয়। এতে খরচ হয়েছে প্রায় ১৬ লক্ষ টাকা। এতদিনেও স্টলে বিদ্যুৎ সংযোগ হয়নি। লোহার সাটার মরচে ধরায় সেগুলির ক্ষতি হচ্ছে। নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব বিপুল নাহার দাবি, “মাস ছয়েক আগে ওই সব স্টলের পুরো নির্মাণ কাজ শেষ হয়। ৩ বছর কিছু কাজ বন্ধ ছিল। কী কারণে আমার জানা নেই। স্টলগুলি বিলি করার অনুমতি চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।” |