ফের আন্ত্রিকে আক্রান্ত হয়ে ওন্দা ব্লক এলাকায় একজনের মৃত্যু হল। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মৃতের নাম গোরাচাঁদ দাস (৭০)। ওন্দা ২ গ্রাম পঞ্চায়েতের বহুলাড়া গ্রামে তাঁর বাড়ি। শুক্রবার বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ওন্দা ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিজিৎ দেওঘরিয়া বলেন, “আন্ত্রিক ও বার্ধক্যজনিত কারনেই গোরাচাঁদবাবুর মৃত্যু হয়েছে। ওই গ্রামে আরও কয়েকজন আন্ত্রিকে আসুস্থ হন। তাঁদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠেছেন।”
গত মঙ্গলবার ওই গ্রামে আন্ত্রিকের প্রকোপ দেখা দেয়। গ্রামে একটি স্বাস্থ্য শিবিরও চালু করা হয়। অসুস্থদের মধ্যে গোরাচাঁদবাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সে দিন বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। স্বাস্থ্যকর্মীদের অনুমান, ওই গ্রামের একটি পুকুর থেকে আন্ত্রিক ছড়িয়েছে বলে তাঁদের অনুমান। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। চলতি বছরে আন্ত্রিকে এই নিয়ে জেলায় পাঁচ জনের মৃত্যু হল। শুধুমাত্র ওন্দা ব্লকেই এই রোগে মৃত্যু হয়েছে চার জনের। সাধারণ মানুষের সচেতনতার অভাবেই বার বার আন্ত্রিক ছড়াচ্ছে বলে স্বাস্থ্য দফতরের মত।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী বলেন, আন্ত্রিক নিয়ে মানুষের সচেতনতা বাড়াতে ব্লকে ব্লকে সচেতনতা শিবির করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। পাশাপাশি আশাকর্মীদের মাধ্যমেও প্রত্যন্ত গ্রামগুলিতে সচেতনতা গড়ে তোলার ভাবনাচিন্তা চলছে।” |