সুনির্দিষ্ট বেতন দেওয়া, প্রতি মাসে বিএমওএইচের সঙ্গে অন্তত একবার বৈঠকের ব্যবস্থা করা-সহ বেশ কয়েক’টি দাবি সামনে রেখে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরার দফতরে স্মারকলিপি জমা দিয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। বৃহস্পতিবার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি হয়। আশা ভবন নির্মাণ, আশাকর্মীদের মোবাইল, সাইকেল দেওয়া ব্লক হাসপাতালে স্ত্রীরোগ ও শিশুরোগ বিশেষজ্ঞ নিয়োগের দাবি জানানো হয়।
|
ভারতীয় নৌসেনা, ডায়মন্ডহারবার শাখার উদ্যোগে বুধবার এক স্বাস্থ্য পরীক্ষা শিবির হল পুরনো বাজারের ইউথ ক্লাব ঘরে। ৩১৭ জনের স্বাস্থ্য পরীক্ষা করেন দুই চিকিৎসক। সকলকেই ওষুধ বিতরণ করা হয়েছে।
|
ফার্মাসির ডিপ্লোমাই নেই। তা সত্ত্বেও নিয়ম ভেঙে বেশ কয়েক জনকে ফার্মাসিস্ট-পদে নিয়োগপত্র দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। মানিক সামন্ত-সহ কিছু প্রার্থী এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। এই ব্যাপারে সরকারের প্রাথমিক সংক্ষিপ্ত রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি দীপঙ্কর দত্ত। তিনি স্বাস্থ্য দফতরকে অবিলম্বে সবিস্তার তথ্য পেশের নির্দেশ দেন। আবেদনকারীদের বক্তব্য, স্বাস্থ্য দফতর যে-যোগ্যতা চেয়েছে, তা থাকা সত্ত্বেও তাঁদের চাকরি হয়নি। অথচ ওই যোগ্যতা ছাড়াই বেশ কয়েক জনকে নিয়োগ করা হয়েছে। আবেদনকারীদের আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় বলেন, বিজ্ঞপ্তি অনুযায়ী ৩৭৬ জন ফার্মাসিস্ট নিয়োগ করার কথা। তাঁদের দু’বছরের ডিপ্লোমা এবং এক বছর হাতে-কলমে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ডিপ্লোমা-সহ বিভিন্ন পরীক্ষার নম্বর দেখে মেধার ভিত্তিতে নিয়োগ করার কথা। কিন্তু সরকারি রিপোর্টে দেখা যাচ্ছে, ডিপ্লোমা ছাড়াই অন্তত ১২ জন নিয়োগ হয়েছে। ১৮ নভেম্বর ফের শুনানি।
|
এক প্রসূতি একসঙ্গে তিনটি সন্তান প্রসব করলেন। শুক্রবার মালবাজার মহকুমা হাসপাতালে। ওই প্রসূতির নাম তুলসী সাহা। তাঁর বাড়ি মালবাজারের রামকৃষ্ণ কলোনিতে। এ দিন তিনি ২ পুত্র, ১ কন্যার জন্ম দেন। |