শিলিগুড়ি থেকে আয়কর দফতরের আবেদন বিভাগ সরানোর সিদ্ধান্ত বদলের দাবিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ও সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠাল বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চ। শুক্রবার সংগঠনের তরফে শিলিগুড়ি মহকুমাশাসকের মাধ্যমে ওই চিঠি পাঠানো হয়েছে। আয়কর দফতরের ওই আবেদন বিভাগ অন্যত্র কোথাও সরিয়ে নিয়ে গেলে শিলিগুড়ি তো বটেই গোটা সিকিমের বাসিন্দারা সমস্যায় পড়বেন বলে জানিয়েছেন নাগরিক মঞ্চের সম্পাদক রতন বণিক। তিনি বলেন, “আমরা আয়কর দফতরের ওই আবেদন বিভাগ সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছি। তাতে কাজ না হলে আন্দোলনের পথে যাব।” বিষয়টি নিয়ে জনস্বার্থে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি ট্যাক্স বার অ্যাসোসিয়েশন, উত্তরবঙ্গের ব্যবসায়ীদের সংগঠন ফোসিনও। এই ধরণের সংগঠনগুলির পাশাপাশি আন্দোলনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। গৌতমবাবু বলেন, “একের পর একটি পরিষেবার বিষয় নিয়ে কেন্দ্রের বঞ্চনার স্বীকার হচ্ছে উত্তরবঙ্গ। আমরা দলীয়ভাবে এর মোকাবিলা করতে আন্দোলন করব। আয়কর দফতরের আবেদন বিভাগ শিলিগুড়িতে রাখতে হবে।” মন্ত্রী জানান, আঞ্চলিক পাসপোর্ট অফিস শিলিগুড়িতে ফিরিয়ে আনতে শীঘ্র তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে। আগেও এ দাবিতে আন্দোলন হয়েছে। সরকারি সূত্রে খবর, গত ২২ অক্টোবর কেন্দ্রীয় অর্থ মন্ত্রক থেকে একটি নির্দেশ পাঠানো হয়। তাতে আয়কর দফতরের ওই আবেদন বিভাগ সরিয়ে নেওয়ার কথা বলা হয়। নির্দেশের বিষয়টি জানার পরে ক্ষোভ দেখা দেয় শিলিগুড়ির আইনজীবী ও ব্যবসায়ী মহলে। জরুরি ভিত্তিতে বৈঠক করে আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করে আইনজীবী-সহ বিভিন্ন সংগঠন। ৬ নভেম্বর সংগঠনের সাধারণ সভায় এ নিয়ে আন্দোলনের সিদ্ধান্ত নেয় ট্যাক্স বার অ্যাসোসিয়েশন। সম্পাদক সঞ্জীব চক্রবর্তী বলেন, “আমরা প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলন করব।” |