আগামীকাল, রবিবার এক দিনের সফরে দার্জিলিঙে আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দার্জিলিঙের সেন্ট জোসেফ স্কুলের ১২৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রবিবার বাগডোগরায় নেমে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি লেবং পৌঁছবেন। রাজভবন পরিদর্শন করে তিনি দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ স্কুলের অনুষ্ঠানে যোগ দেবেন বলে সরকারি সূত্রের খবর। অনুষ্ঠান সেরেই তিনি সিকিমে রওনা দেবেন বলে জানা গিয়েছে। রাষ্ট্রপতির নিরাপত্তা উপদেষ্টাদের নির্দেশে স্কুল চত্বরেই তৈরি মঞ্চে ১২৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। সব মিলিয়ে ৪৫ মিনিট তিনি মঞ্চে থাকবেন। স্কুলের স্মারক পত্রিকা, বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ খামের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। স্কুল সূত্রে জানা গিয়েছে, লোকনৃত্য দিয়ে অনুষ্ঠান শুরু। ১০ মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যও রাখবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, জিটিএ সদস্য তথা গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুঙ্গ সহ জিটিএ-র পদাধিকারীরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। স্কুলের অধ্যক্ষ তথা ‘রেক্টর’ ফাদার স্যান্টি ম্যাথু বলেন, “রাষ্ট্রপতি আমাদের স্কুলের অনুষ্ঠানে উপস্থিত থাকতে সম্মত হয়েছেন এর থেকে গর্বের আর কী হতে পারে! শুধু আমাদের স্কুলের নয়, এটি সমগ্র দার্জিলিঙের গর্ব।” আগামী বছরের ২১ এপ্রিল পর্যন্ত ১২৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠান চলবে বলে স্কুল সূত্রে জানানো হয়েছে। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে অনুষ্ঠানে প্রাথমিকের ২০ পড়ুয়া লোকনৃত্য পরিবেশন করবেন। গত দু’সপ্তাহ ধরে তারা মহড়া চালাচ্ছে বলে অধ্যক্ষ জানিয়েছেন। অন্তত ২ হাজার দর্শকের স্কুল চত্বরের অনুষ্ঠানস্থলে বসার ব্যবস্থা থাকলেও রাষ্ট্রপতির নিরাপত্তার কারণে দর্শক সংখ্যা দেড় হাজারের কম রাখার নির্দেশ দেওয়া হয়। অধ্যক্ষ বলেন, “রাষ্ট্রপতির অনুষ্ঠানের প্রবেশ পত্র পেতে স্কুলে প্রতিনিয়ত টেলিফোন আসছে। নিরাপত্তার কারণে আমন্ত্রিত তালিকাতে কাটছাট করতে হয়েছে।” দেশ-বিদেশের ছাত্ররাও এই আবাসিক স্কুলে পড়াশোনা করে। ১৮৯১ সালে স্কুলের স্থায়ী ভবন তৈরি করা হয়। ভুটান এবং নেপালের রাজ পরিবার সহ বলিউডের কয়েক জন বিশিষ্ট অভিনেতাও এই স্কুলের ছাত্র ছিলেন বলে স্কুল সূত্রে জানানো হয়েছে। |