বিষ্ণুপুর মেলায় বাজেটে ছাঁট
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
ঋণ শোধ করতে এ বার বিষ্ণুপুর মেলার বাজেট ছাঁটা হচ্ছে। মেলা কমিটির সম্পাদক তথা বিষ্ণুপুরের মহকুমা শাসক পলাশ সেনগুপ্ত বলেন, “গতবার মেলার আয়োজন করতে ৪০ লক্ষ টাকা ধার হয়েছে। তাই এ বারের বাজেটে অনেকটাই কাটছাঁট করতে হয়েছে। এ বার মেলার খরচ ধরা হয়েছে ২২ লক্ষ ৬৫ হাজার টাকা।” তিনি জানান, বিষ্ণুপুর হাইস্কুল ও কে জি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে ২৬তম বিষ্ণুপুর মেলার আয়োজন করা হচ্ছে। মেলা চলবে ২৩-২৭ ডিসেম্বর পর্যন্ত। বাজেট কমায় মেলায় এ বার চারটির বদলে দু’টি মঞ্চ করা হচ্ছে। স্টলের সংখ্যাও কমবে। বহিরাগত শিল্পীদের আধিক্য এ বার কমছে। সেই জায়গায় এ বার জেলার কালজয়ী শিল্প-সংস্কৃতিকে মেলায় বিশেষভাবে তুলে ধরায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
|
দুর্ঘটনা জখম
নিজস্ব সংবাদাদাতা • পুরুলিয়া |
গাড়ি দুর্ঘটনায় জখম হলেন বাঘমুণ্ডির ব্লক কৃষি উন্নয়ন আধিকারিক অমিতেশ রায়। বৃহস্পতিবার জেলা সদর পুরুলিয়ায় বৈঠকে সেরে তিনি নিজের গাড়িতে বাঘমুণ্ডিতে ফিরছিলেন। কাঁটাডি রেলগেট পার হয়ে রাস্তার বাঁকে তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুরুলিয়া সদর হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়।
|
আদিবাসী নৃত্য
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
আদিবাসী নৃত্যের প্রতিযোগিতা হয়ে গেল বাঁকুড়ার রবীন্দ্র ভবনে। উদ্যোক্তা পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেড। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী, জেলাশাসক বিজয় ভারতী-সহ বিশিষ্টজনেরা। মোট ১০টি দল এই যোগ দেয়। প্রথম স্থানাধিকারী দল রাজ্যস্তরে সুযোগ পাবে। |