হায়দরাবাদ থেকে অপহৃত হওয়া এক শিশু উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। শুক্রবার ক্যানিং থানার পুলিশের সহযোগিতায় হায়দরাবাদের পুলিশ মৌখালি এলাকা থেকে আকাশ মাঝি নামে বছর দুয়েকের ওই শিশুটিকে উদ্ধার করে। তাকে অপহরণের অভিযোগে রামপ্রসাদ মিস্ত্রি ও প্রিয়াঙ্কা হালদার নামে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা ক্যানিংয়ের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। |
পুলিশ সূত্রের খবর, হায়দরাবাদের সোনা ব্যবসায়ী গোপাল মাঝির বাড়িতে কাজ করত রামপ্রসাদ। অভিযোগ, সেখান থেকে গত ২ নভেম্বর আকাশকে নিয়ে পালায় রামপ্রসাদ ও তার স্ত্রী। গোপালবাবুর কথায়, “রামপ্রসাদ আমার বাড়িতে কাজ করত। ২ নভেম্বর আমার ছেলে আকাশকে বাজি কিনে দেওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে যায় সে। অনেকক্ষণ পরেও ছেলে না ফেরায় আমি রামপ্রসাদকে মোবাইলে ফোন করতে থাকি। কিন্তু ও ফোন ধরছিল না। সঙ্গে সঙ্গে আমি চারমিনার থানায় ঘটনাটি জানাই। পরে আমার কাছে ছেলের মুক্তিপণ হিসাবে তিন কিলো সোনা দাবি করে ফোন আসে। পুলিশকে তা জানাই। শেষ পর্যন্ত ওদের চেষ্টাতেই ছেলেকে ফিরে পেলাম।”
চারমিনার থানার পুলিশ অফিসার এ প্রশান্ত বলেন, “খবরটা জানার পরে আমরা তল্লাশি শুরু করি। কিন্তু ওদের ধরা সহজ ছিল না। কারণ, ওরা কিছু সময় পর পর এলাকা বদলে ফেলছিল। বিজয়ওয়াড়া, তেনারি, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর হয়ে ওরা ক্যানিংয়ে চলে আসে। মোবাইল টাওয়ারের সূত্রে শেষ পর্যন্ত ওদের খোঁজ পাওয়া যায়। এর পরেই ক্যানিং থানার পুলিশের সাহায্যে ওদের হাত থেকে আকাশকে উদ্ধার করা হয়। ওই দম্পতিকেও গ্রেফতার করা হয়েছে।”
|