চাপড়ায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
নদিয়া জেলায় কংগ্রেসের ভাঙন অব্যাহত। দিনকয়েক আগে করিমপুরে কংগ্রেসের কয়েকজন জন প্রতিনিধি তৃণমূলে যোগ দেন। শুক্রবার চাপড়ায় কংগ্রেসের পঞ্চায়েত স্তরের জনাকয়েক জন প্রতিনিধি ও কর্মী তৃণমূলে যোগ দিলেন। তৃণমূল নেতৃত্বের দাবি শুধু কংগ্রেসই নয়, সিপিএমেরও কয়েকজন স্থানীয় কর্মীও এ দিন শাসকদলে ভিড়েছেন। এ দিন চাপড়ার ভিলেজ হল মাঠে এক দলীয় সমাবেশে তৃণমূলের জেলা সভাপতি গোরীশঙ্কর দত্তের উপস্থিতিতে তারা দলবদল করেন। দলত্যাগীদের মধ্যে রয়েছেন একাধিক গ্রাম পঞ্চায়েত সদস্য ও প্রাক্তন প্রধান। গোরীশঙ্করবাবু বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের স্বার্থে কংগ্রেস ও সিপিএম-এর নেতা ও জনপ্রতিনিধিরা আমাদের দলে যোগ দিলেন।” চাপড়া ব্লক কংগ্রেসের সভাপতি নাসির শেখ বলেন ‘‘যারা চলে গেলেন তাদের জন্য দলের কোনও ক্ষতি হবে না।” সি পিএম-এর দবি তাদের দলের কেউ এ দিন তৃণমূলে যোগ দেয়নি।
|
নারীপাচার রোধে আলোচনাচক্র
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
কাজের খোঁজে প্রতিবেশী এক মহিলার হাত ধরে বাংলাদেশের খুলনার বছর চোদ্দোর এক কিশোরী পাড়ি দিয়েছিল ভারতে। এ দেশে তাকে বিক্রি করে দেয় ওই প্রতিবেশী। ঠাঁই হয় বেঙ্গালুরুতে। সেখানে তার উপর মানসিক ও শারীরিক অত্যাচার ছিল রোজকার ঘটনা। অবশেষে পুলিশের তৎপরতায় উদ্ধার হয় সে। ঠাঁই মেলে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের একটি বেসরকারি হোমে।সম্প্রতি নরেন্দ্রপুরের ওই হোম ও বিএসএফের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনাচক্রে জানা গেল এমনই অনেক মেয়ের কথা। সভায় হাজির ছিলেন বিএসএফের ডিআইজি (সদর) আইডি শর্মা, জেলা শিশু কল্যান সমিতির চেয়ারপার্সন রীনা মুখোপাধ্যায় প্রমুখ।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
ট্রাক চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নাম দিবাকর মাঝি(৫৫)। বাড়ি ভরতপুরের বিন্দারপুরে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ব্যক্তি দুই বন্ধুর সঙ্গে ভরতপুরের যাদবপুর মোড়ে একটি সাঁকোর উপর বসেছিলেন। আচমকা পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সাঁকোর উপর হুড়মুড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দিবাকরবাবুর। |