মুর্শিদাবাদ জেলার গুরুত্বপূর্ণ রেল জংশন আজিমগঞ্জ দিয়ে দিন রাতে প্রায় ৩০ জোড়া ট্রেন যাতায়াত করে। উত্তরবঙ্গে ও কলকাতা যাওয়ার জন্য ওই জংশনে প্রায় কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। ওই যাত্রীদের আধিকাংশই আসেন ভাগীরথী নদীর পূর্ব পাড়ের জিয়াগঞ্জ থেকে। আর জংশনটি নদীর পশ্চিম পাড়ে। কিন্তু জংশনে কোনও ফুটব্রিজ না থাকায় যাত্রীদের প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইনের উপর দিয়ে পায়ে হেঁটে প্ল্যাটফরমে যেতে হয়। পূর্ব রেলর অধিকর্তাদের কাছে আবেদন, অবিলম্বে চালু করুন ফুটব্রিজ।
ছোটন গোস্বামী, জিয়াগঞ্জ
|
কৃষ্ণনগরের নগেন্দ্রনগর এলাকায় মোমিন পার্কের জলট্যাঙ্কের পাশে কয়েক বছর ধরে তালাবন্দি হয়ে পড়ে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ভবন। দোতলা ওই ভবনটি ২০০৮ সালের ১৩ ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয় সংসদের তৎকালীন সভাপতি উদ্বোধন করেন। এ রাজ্যে এমন অনেক বিদ্যালয় রয়েছে যেখানে ভবন না থাকায় খুদে পড়ুয়াদের বসতে হয় গাছতলায়। অথচ এখানে ভবনটি তালাবন্দি পড়ে রয়েছে। অবিলম্বে বিদ্যালয়টি চালু করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সমরকুমার মৌলিক, ধুবুলিয়া |