টুকরো খবর |
বধূকে পুড়িয়ে মারার অভিযোগে ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
বধূকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। ঝাড়গ্রাম থানার পেনিয়াভাঙা গ্রামের ঘটনা। গত মঙ্গলবার সকালে গ্রামের লাগোয়া জঙ্গলে কাঠ কাটতে গিয়ে রহস্যজনক ভাবে অগ্নিদগ্ধ হন মালিনী সিংহ (২২)। শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করান। মঙ্গলবার রাতে হাসপাতালে মালিনীদেবীর মৃত্যু হয়। বুধবার মৃতদেহের ময়না-তদন্তের পর দেহটি গ্রামে নিয়ে গিয়ে কবর দেন মালিনীদেবীর স্বামী রমেন সিংহ। কিন্তু মালিনীদেবীর মৃত্যুর ঘটনাটি নিয়ে সন্দেহ হয় গ্রামবাসীর। মালিনীদেবীর বাপের বাড়ির লোকেরা পুলিশের কাছে অভিযোগ করতে চাননি। শুক্রবার সকালে রমেনবাবু ও তাঁর মা সিন্ধু সিংহকে জেরা শুরু করেন গ্রামবাসীরা। পুলিশের দাবি, এলাকাবাসীর চাপের মুখে রমেনবাবু ও তাঁর মা সিন্ধু সিংহ এ দিন স্বীকার করেন, গত মঙ্গলবার তাঁরা জঙ্গলে মালিনীদেবীকে পিটিয়ে জখম করে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। গ্রামবাসীর লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার রমেনবাবু ও তাঁর মা সিন্ধুদেবীকে গ্রেফতার করে পুলিশ। আজ, শনিবার ধৃতদের ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হবে। বছর তিনেক আগে ফাঁসিতলা গ্রামের মালিনীদেবীকে ভালবেসে বিয়ে করেন রমেনবাবু। জঙ্গলের কাঠ বেচে সংসার চালাতেন সিংহ-দম্পতি। তাঁদের দু’বছরের একটি মেয়েও রয়েছে। অভাবের সংসারে রমেনবাবু ও মালিনীদেবীর মধ্যে নিত্য ঝগড়াঝাটি হত।
|
মৃত্যু লরিচালকের
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
জাতীয় সড়কে গাড়ি আটকে চাঁদা আদায়ের জেরে দুর্ঘটনার ফলে মৃত্যু হল লরি চালকের। আহত হয়েছেন এক মহিলা-সহ তিন জন। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে নন্দকুমারের টালিভাটা বাসস্টপের কাছে মাধবপুর গ্রামে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে। এ দিন বিকেলে ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে মেচেদার দিক থেকে কন্টেনার বোঝাই একটি ট্রেলার হলদিয়ার দিকে যাচ্ছিল। ওই ট্রেলারের পিছনে একই দিকে যাচ্ছিল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই বোঝাই একটি লরি। নন্দকুমারের মাধবপুর গ্রামের কাছে জাতীয় সড়ক আটকে একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য চাঁদা আদায় করছিল কিছু যুবক। চাঁদা আদায়কারীদের বাধা পেয়ে আচমকা ট্রেলারটি দাঁড়িয়ে গেলে পিছনে থাকা ছাই বোঝাই লরিটি ট্রেলারের পেছনে ধাক্কা মারে। লরির সামনের কেবিন দুমড়ে গিয়ে চালক-সহ ভিতরে থাকা চার জন আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। লরি চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ওই লরি চালকের পরিচয় জানা যায়নি। আহতরা তমলুক জেলা হাসপাতালে ভর্তি।
|
অম্বেডকরের মূর্তি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
|
সংবিধান প্রণেতা বি আর অম্বেডকরের আবক্ষ মূর্তি বসল খেজুরির কামদেবনগর বাসুলী প্রাথমিক বিদ্যালয়ে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মূর্তির আবরণ উন্মোচন করেন জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল। এলাকার টেরাকোটা শিল্পী রামকুমার মান্না ওই মূর্তিটি তৈরি করেছেন। |
মহকুমাশাসকের বৈঠক |
আশা প্রকল্পের অগ্রগতি নিয়ে এগরা মহকুমাশাসকের উদ্যোগে শুক্রবার এক বৈঠক অনুষ্ঠিত হল এগরায়। বৈঠকে বিডিও ও বিওএমএইচদের নিয়ে আশা প্রকল্প-সহ ব্লকের অন্যান্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস জানান, গত ৩০ সেপ্টেম্বর জেলা স্তরে বৈঠকের পর এ দিন মহকুমাস্তরে বিডিওদের নিয়ে আশা প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। |
|