লিটল চ্যাম্পিয়নের বিদায়ী সিরিজের প্রথম টেস্টে ভারতের সোনার জয়। ওয়েস্ট ইন্ডিজ তিন দিনের মধ্যেই নক-আউট হলেও ওরা একটা ভাল টস জেতার পর প্রথম ইনিংসে বড় রান তোলার দুর্দান্ত সুযোগ পেয়েছিল। তরুণ মহম্মদ সামি প্রথম দিনের সেই সময়টায় ভারতকে ম্যাচে ফেরত আনে। সামির ওই স্পেলটা অনেক বছরের মধ্যে আমার দেখা কোনও ভারতীয় বোলারের করা অন্যতম স্মরণীয় ফাস্ট বোলিং স্পেল।
সামির সঙ্গে রঞ্জি ম্যাচ খেলেছি। কিন্তু কোনও দিন এ রকম বোলিং করতে দেখিনি। আমার মতে ইডেন টেস্টে সামির পারফরম্যান্স যে কোনও বোলারের পক্ষেই ভেরি ভেরি স্পেশ্যাল। পুরনো বলকে যে ভাবে সামি কাজে লাগিয়েছে সেটা দেখে আমার তরুণ ওয়াকার ইউনিসের কথা মনে পড়ছিল। আমার মতে যার স্পেশ্যাল কারণ, সামি শুধু ডানহাতি ব্যাটসম্যানের ভিতরের দিকেই বল আনেনি, দারুণ নিয়ন্ত্রণের সঙ্গে বাইরের দিকেও সুইং করিয়েছে। যেটা অবশ্যই এক জন পেসারের স্পেশ্যাল গুণ। |
ওয়াকার ইউনিস। |
সামি। ছবি: উৎপল সরকার। |
|
টেস্টের তিন দিনই তিন তরুণ ভারতীয় ইডেনে ঝলমল করেছে। সামি ছাড়াও রোহিত শর্মা আর রবিচন্দ্রন অশ্বিন। যাদের মধ্যে দু’জনের এটাই আবির্ভাব টেস্ট। রোহিত এখন অনেকটাই বদলে যাওয়া প্লেয়ার। আর গত এক মাস আন্তর্জাতিক ক্রিকেটে ওর কী দুর্ধর্ষ সময়ই না যাচ্ছে! ইডেনের টেস্ট ইনিংসটার পর রোহিতের আত্মবিশ্বাস আরও অনেক বাড়বে। আমার মতে সামির মতোই রোহিতের শুরুটাও স্পেশ্যাল।
এই টেস্টের আগে এ মরসুমে ইডেনের স্ট্রিপে একটাও বল হয়নি। যেহেতু এ বার অক্টোবরের শেষের দিকেও তুমুল বৃষ্টি হয়েছিল। সেই জন্য পিচ কেমন ব্যবহার করবে তা ঘিরে প্রচুর সন্দেহ তৈরি হয়। কিন্তু বাস্তবে প্রথম দিনের প্রথম সেশনটুকু বাদে, তা-ও তখন উইকেটে কিছুটা আর্দ্রতা অবশিষ্ট ছিল, বাদবাকি সময়টা একেবারে পারফেক্ট টেস্ট-পিচ ছিল। আর তার জন্য কিউরেটর প্রবীর মুখোপাধ্যায়ের প্রশংসা প্রাপ্য। ঠিক যতটা উচিত ইডেনের পিচ ঠিক ততটাই সিমার আর স্পিনার-- দু’ধরনের বোলারদেরই সাহায্য করেছে। আবার এটা ব্যাটিং করার জন্যও ভাল সারফেস। যার যথেষ্ট প্রমাণ রেখেছে রোহিত আর অশ্বিন।
প্রথম দিন লাঞ্চের পর মাত্র দু’উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ যখন বোর্ডে একশোর বেশি রান তুলে ফেলেছিল, সেই সময় সামির পরপর দু’টো ধাক্কা ক্যারিবিয়ানদের বেসামাল করে দেয়। হাত খুলে মারতে অভ্যস্ত স্যামুয়েলসের উইকেটটা তার মধ্যে গুরুত্বপূর্ণ। কারণ, স্যামুয়েলসের বিদায়ে ওয়েস্ট ইন্ডিজের রান ওঠার গতি আটকে পড়েছিল। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের দু’ইনিংসেরই ব্যাটিং ওদের কাছে একটা বড় চিন্তার বিষয়। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের জঘন্য ব্যাটিং বর্ণনার অতীত! |