বিশ্বকাপ নিয়ে কলকাতায় আসছেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার কার্লোস আলবের্তো টোরেস। এ বার নিয়ে দ্বিতীয়বার তাঁর কলকাতায় আসা। ছত্রিশ বছর আগে পেলের সঙ্গী হিসাবে কসমস ক্লাবের জার্সি গায়ে মোহনবাগানের সঙ্গে ম্যাচ খেলে গিয়েছেন কার্লোস।
সত্তরের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন কার্লোস। পেলে-টোস্টা খেলেছিলেন যে দলে। কার্লোসের ট্রফি নিয়ে নেপাল থেকে শহরে আসার কথা ২১ ডিসেম্বর রাতে অথবা ২২ ডিসেম্বর সকালে। ২৪ তারিখ পর্যন্ত শহরে থাকবেন তিনি। সাংবাদিক সম্মেলন, ডিনারে অংশ নেওয়া, বিশ্বকাপ নিয়ে দর্শকদের সঙ্গে ছবি তোলা-সহ নানা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। |
এ দিন। বিশ্বকাপ হাতে ব্রাজিল থেকে
রওনা দেওয়ার আগে কার্লোস। |
সে দিন। মেক্সিকো ১৯৭০,
জুলে রিমে কাপ হাতে ব্রাজিল অধিনায়ক। |
|
২০১৪-র ব্রাজিল বিশ্বকাপের জন্য যে ছ‘জন ফুটবলারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা শুভেচ্ছা দূত হিসাবে বেছেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন, তাঁদের মধ্যে কার্লোস অন্যতম। আমারিল্ডো, বেবেতো, রোনাল্ডো, মারিও জাগালো এবং ‘মেয়ে রোনাল্ডিনহো’ মার্তার সঙ্গে।
প্রতিবারই বিশ্বকাপ নিয়ে বিশ্ব পরিক্রমায় বেরোন প্রাক্তন তারকারা। গতবার ভারতে এসেছিলেন জার্মান ফুটবলের কিংবদন্তি লোথার ম্যাথাউস। ফিফার হয়ে একটি নরম পানীয় সংস্থা এই পরিক্রমা আয়োজন করে। তাদের নয়ডা অফিস সূত্রের খবর, কার্লোসকে এশিয়ায় পাঠানোর মূল কারণ, তিনি বিশ্ব ফুটবলের একজন কিংবদন্তি। স্বয়ং পেলে সর্বকালের সেরা জীবিত ফুটবলারদের যে তালিকা তৈরি করেছেন, তাতে কার্লোসকে রেখেছেন। বিশ্বকাপ-সহ ৫৩টি ম্যাচে ব্রাজিলের অধিনায়কত্ব করেছেন এই কিংবদন্তি ডিফেন্ডার। |