আরামবাগ মহকুমার হাট-বাজারগুলিতে আলু সরবরাহের সঙ্কট কাটাতে শুক্রবার সকালে মহকুমাশাসক জরুরি বৈঠক করলেন নিজের দফতরে। ওই বৈঠকে ডাকা হয়েছিল হিমঘর মালিক, বন্ড হোল্ডার, বড় ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ীদের। মহকুমা কৃষি বিপণন আধিকারিক, পুলিশ-প্রশাসনের কর্তারা তো বটেই, আরও ছিলেন রাজনৈতিক প্রতিনিধিরা। মূল্য নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু সরবরাহ নিয়ে আলোচনা হয়। মহকুমাশাসক অরিন্দম রায় পরে বলেন, “এ দিন বিকেল থেকেই পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষ উদ্যোগী হবেন বলে বৈঠকে আশ্বাস পাওয়া গিয়েছে। হিমঘর থেকে আলু বের করা প্রসঙ্গে শ্রমিক নেই বলে বৈঠকে যে কথা উঠেছিল, সে বিষয়ে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে, ওই অজুহাত চলবে না।” প্রয়োজনে একশো দিনের প্রকল্পের শ্রমিকদের কাজে লাগানো হবে বলেও এ দিন সরকারি নির্দেশের কথা ফের মনে করিয়ে দেন তিনি।
|