প্রোমোটিং-এর জন্য জমি না ছাড়ায় এ বার হাওড়ার রামরাজাতলায় ভাড়াটে এক বৃদ্ধকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। মাসখানেক আগে একই কারণে গোলাবাড়ি থানা এলাকায় এক ভাড়াটেকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল দু’জন প্রোমোটারের বিরুদ্ধে। রামরাজাতলার ঘটনাতেও অভিযোগের আঙুল দুই প্রোমোটার এবং স্থানীয় দুই জমির দালালের দিকে ওঠায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামরাজাতলার নন্দীপাড়ায় একটি সাড়ে পাঁচ কাঠা জমির এক অংশের দু’টি ঘরে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে সপরিবার ভাড়া থাকতেন ধনঞ্জয় দে নামে ওই বৃদ্ধ। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী, দুই ছেলে, এক ছেলের স্ত্রী ও তাঁর ৩ বছরের ছেলে। পরিবারের অভিযোগ, গত দেড় বছর ধরে স্থানীয় দুই প্রোমোটার এবং দুই জমির দালাল তাঁদের উঠে যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। অভিযুক্তেরা তাঁদের বলেন, জমিটি তাঁরা মালিকের কাছ থেকে কিনে নিয়েছেন। ওই জায়গায় বহুতল হবে। তাই উঠে যেতে হবে। সম্প্রতি মোটরবাইক-আরোহী দুষ্কৃতীরা এসে ওই পরিবারের সকলকে খুনের হুমকি দিতে শুরু করে বলেও ধনঞ্জয়বাবুর পরিবারের অভিযোগ।
পুলিশ জানায়, অভিযোগে দে পরিবার জানিয়েছে, গত ৩ তারিখ সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকাকালীন তিন-চার জন দুষ্কৃতী ধনঞ্জয়বাবুর বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারতে মারতে বাড়ির বাইরে নিয়ে আসে। এর পরে রাস্তায় ফেলে বেধড়ক পিটিয়ে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে নর্দমায় ফেলে পালিয়ে যায় তারা। রাতে এলাকার বাসিন্দাদের থেকে খবর পেয়ে বাড়ির লোক ধনঞ্জয়বাবুকে এসএসকেএমে ভর্তি করান। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
শুক্রবার রামরাজাতলার নন্দীপাড়ায় গিয়ে দেখা যায়, এলাকায় পরিস্থিতি থমথমে। ধনঞ্জয়বাবু বড় ছেলে অভিজিৎ দে বলেন, “এই জমিতে প্রোমোটিং করার জন্য দীর্ঘদিন ধরে আমাদের উপরে নানা মানসিক অত্যাচার চালানো হয়েছে। আমরা জমির যে পৌনে এক কাঠা অংশে থাকি, সেটা কিনতে চেয়েছিলাম। তা দেওয়া হয়নি। উপরন্তু বাবাকে নৃশংস ভাবে খুন করা হল।” অভিজিৎবাবু জানান, এ দিনই তাঁরা জগাছা থানায় দু’জন প্রোমোটার ও স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্তেরা সকলে এলাকা-ছাড়া।
কিন্তু ভরসন্ধ্যায় ঘনবসতিপূর্ণ রামরাজাতলা এলাকায় এ ভাবে এক বৃদ্ধকে রাস্তায় ফেলে মারধর করল কী করে দুষ্কৃতীরা? এলাকাবাসীরা জানান, ওই সন্ধ্যায় পাড়ায় তেমন কেউ ছিলেন না। রাস্তার আলোগুলোও তখনও জ্বলেনি। তাই পরিকল্পিত ভাবে দুষ্কৃতীরা ওই সময়েই আক্রমণ করে বলে স্থানীয় লোকেদের অভিযোগ। এক বাসিন্দা গোবিন্দচন্দ্র দে বলেন, “আমি দীর্ঘদিন এই পাড়ায় আছি। এ ধরনের ঘটনা আগে এই এলাকায় হয়নি। আমরা সত্যিই আতঙ্কিত।”
হাওড়ার ডিসি (সদর) নিশাত পারভেজ বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পরে তারা পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। আশা করি খুব শীঘ্রই ধরা পড়বে।” |