ছেলেদের নামে বাড়ি লিখে দিতে না চাওয়ায় ৮৬ বছরের বৃদ্ধা মাকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয় বাথরুমে। আলিপুর আদালতে একটি খোরপোষ মামলায় দুই ছেলের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা পুতুল বসু নামে ওই বৃদ্ধা। অভিযুক্ত ছেলেদের ১৪ জানুয়ারি আদালতে হাজির হতে সমন জারির নির্দেশ দিয়েছেন দ্বিতীয় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সুমনা গায়েন।
পুতুলদেবী নিজের আবেদনে আদালতকে জানান, তাঁর বাড়িতেই ছোট ছেলে সঞ্জয় একটি কারখানা চালান। মাসে তাঁর রোজগার প্রায় ৬০ হাজার টাকা। বড় ছেলে সুজয়ের একটি গানের প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে মাসে তাঁর আয় হয় প্রায় ৫০ হাজার টাকা। তাই খাওয়া-দাওয়া, চিকিৎসা, ওষুধপত্র, আয়ার খরচা বাবদ পুতুলদেবী মাসে ৩০ হাজার টাকা দাবি করেছেন দুই ছেলের কাছে। পুতুলদেবীর আইনজীবী দীপিত বসু আদালতকে জানান, মায়ের বিরুদ্ধে ইতিপূর্বে দুই ছেলে আলিপুর আদালতেই একটি দেওয়ানি মামলা করেছেন। বাড়িটি তাদের ভাড়া দেওয়ার কথা ওই মামলায় বলা হলেও তা অস্বীকার করেছেন তাঁদের মা পুতুলদেবী।
পুতুলদেবীর আদালতে অভিযোগ, দুই ছেলের মাসে রোজগার ভাল থাকলেও কেউ তাঁকে দেখেন না। উপরন্তু দীর্ঘ দিন ধরেই তাঁর উপরে শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছেন ছেলেরা। ছেলেরা তাঁকে সব সময়ে ভয় দেখিয়ে চুপ থাকতে বাধ্য করেন বলেও অভিযোগ তাঁর। যার ফলে দুই মেয়ের শ্বশুরবাড়িতে আশ্রয় নিতে হয়েছে পুতুলদেবীকে। তাঁর যাবতীয় প্রয়োজনে খরচ করেন মেয়েরাই। যদিও তাঁদের নিজেদের কোনও আয় নেই। অর্থাৎ, জামাইদের আয় করা টাকাতেই তাঁর সব খরচ চলছে। |