টুকরো খবর
পথ দুর্ঘটনায় মৃত্যু দুই ছাত্রের
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই স্কুলছাত্রের। ঘটনাটি ঘটেছে শুক্রবার। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রথিক কর্মকার (১৪) ও সঞ্জয় তন্তুবায় (১৩)। তাদের বাড়ি মেমারি থানার ভৈরগ্রামে। ওই দু’জন বেগুট হাইস্কুলের অষ্টম ও সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ প্রতিদিনের মতই মাঠে খেলতে গিয়েছিল তারা। খেলতে নামার আগে রাস্তার পাশে দাঁড়িয়ে খেলার পোশাক পরছিল দু’জন। সেই সময় দু’টি ট্রাকের রেষারেষিতে একটি ট্রাক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই দু’জনকে পিষে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। স্থানীয় বাসিন্দা প্রদীপ চক্রবর্তী বলেন, “দু’জনকে পিষে দেওয়ার পরেই ট্রাক দু’টি প্রচণ্ড গতি বাড়িয়ে চলে যায়। ট্রাক দু’টিকে ধরতে চেষ্টা করেছিলাম আমরা। কিন্তু সফল হইনি।” স্থানীয় বাসিন্দারা আরও জানান, ওই দুই পড়ুয়া প্রতিদিনই ওই রাস্তার পাশের মাঠে খেলতে যেত। ফুটবল মরশুমে ফুটবল, ক্রিকেটের মরশুমে ক্রিকেট খেলত তারা।

চলন্ত বাসে চুরির চেষ্টা, ধৃত
চলন্ত বাসে পকেটমারি হওয়ার থেকে আটকালেন বর্ধমান থানার এক মহিলা কনস্টেবল। তাঁর নাম সুতপা দত্ত সরকার। তিনি সগরাই থেকে বর্ধমানে আসার জন্য বর্ধমান-আরামবাগ রুটের একটি বাসে ওঠেন শুক্রবার সকালে। সুতপাদেবী জানান, বাসটি যখন বর্ধমান শহরের শাঁখারীপুকুরের সামনে দিয়ে যাচ্ছে, তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে থাকা বড় ব্যাগ খুলে পার্স নিয়ে নেওয়ার চেষ্টা করছে কেউ। তিনি সঙ্গে-সঙ্গে ওই লোকটির হাত চেপে ধরে চিৎকার করতে শুরু করেন। বাসের লোকেরা ছুটে এসে ওই ব্যক্তিকে ধরে ফেলেন। পরে বর্ধমানের বিজয়তোরণে বাস পৌঁছলে তিনি ট্রাফিক পুলিশের সাহায্যে ওই ব্যক্তিকে বর্ধমান থানায় নিয়ে আসেন। ওই ব্যক্তি নিজের নাম সমীর দাস বললেও পুলিশের সন্দেহ, নাম ভাঁড়িয়ে নিজের আসল পরিচয় লুকোতে চেষ্টা করেছে সে।

বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ
বিশ্ববিদ্যালয়ের বিএসসি পার্ট-১ পাশ ও অনার্স পাঠ্যক্রমের ফল প্রকাশিত হয়েছে। পাশ পাঠ্যক্রমে মোট ২৫০০ পরীক্ষার্থীর মধ্যে ৬৯৫ জন পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছেন। উত্তীর্ণের হার ২৭.৮০ শতাংশ। যা গতবার ছিল ৩৪.০৪ শতাংশ। অনার্সে ৭৩৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩৬৫ জন পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছেন। হার ৪৯ শতাংশ। গতবার যা ছিল ৪৮.৯৭ শতাংশ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুকুমার মুখোপাধ্যায় বলেন, “পার্ট-১ পরীক্ষার ফল প্রতি বছরই কিছুটা খারাপ হয়। পার্ট-১ ও পার্ট-২ মিলিয়ে যেহেতু ফল প্রকাশ হয়, তাই অনেকে মেকআপ করে ফেলেন। অনেকে এবার পরীক্ষা দিয়েও তা বাতিল করে পরের বার দিতে চেয়েছেন তাই ননকোয়ালিফায়েডের হার বেশি।”

চালকলে আগুন
আগুন লেগে ক্ষয়ক্ষতি হল একটি সুগন্ধী চালকলে। বৃহস্পতিবার গভীর রাতে রায়নার পলাশনে ওই চালকলে আগুন লেগে যায়। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে দমকল। চালকলের শ্রমিকেরা এ দিন ভোরে ঘুম ভেঙে উঠে দেখেন, চারদিক প্রচণ্ড ধোঁয়ায় ভরে গিয়েছে। দমকল সূত্রের খবর, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। চালকলের অন্যতম পার্টনার শেখ কামালুদ্দিন বলেন, “আমাদের চালকলে গোবিন্দভোগ চাল তৈরি হয়। আগুনে প্রচুর তৈরি চাল ও ধান পুড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি মেশিনও। সব মিলিয়ে প্রায় আড়াই থেকে তিন কোটি টাকার মত ক্ষতি ঘটেছে।”

সরস্বতী ক্লাবের জয়
মহকুমা ফুটবল লিগে জিতল পূর্বসাতগাছিয়া সরস্বতী ক্লাব। শুক্রবার অঘোরনাথ পার্ক স্টেডিয়াম মাঠের এই খেলায় সরস্বতী ক্লাব ২-০ গোলে হারায় মদনহাসা প্রগতি সঙ্ঘকে। খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে গোল হয় দু’টি। এক গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আক্রমণ করে মদনহাসা। এই সুযোগে প্রতি আক্রমণে এসে দ্বিতীয় গোলটি করে সরস্বতী ক্লাব। খেলা শেষের পাঁচ মিনিট আগে মদনহাসার এক খেলোয়াড় বিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখায়।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার ইকড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তপন বাউড়ি (২৩)। শুক্রবার রাতে বাড়ির সামনে বিদ্যুতের খুঁটির সুইচ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

ভাঙল ফেরিঘাট

শুক্রবার ছবিটি তুলেছেন অসিত বন্দ্যোপাধ্যায়।
ভাগীরথীর ভাঙনে ভেঙে পড়েছে কেতুগ্রাম ২ পঞ্চায়েত সমিতি পরিচালিত কাটোয়ার শাঁখাই ফেরিঘাট। নৌকায় ওঠা-নামার জায়গা ভেঙে পড়ায় সমস্যায় পড়ছেন যাত্রীরা। যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড় বিপদও। তবু হুঁশ নেই প্রশাসনের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.