বৃদ্ধকে গুলি করে খুন মালদহে
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
জমির টাকার লেনদেন নিয়ে বিবাদকে কেন্দ্র করে এক বৃদ্ধকে বাড়ি থেকে ডেকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। বুধবার রাতে কালিয়াচক থানার গোলাপগঞ্জের পীরপাড়ায় ঘটনাটি ঘটেছেয়। পুলিশ জানিয়েছে, নিহতের নাম আবতার শেখ (৬০)। খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মহম্মদ মাবুদ মিঁয়া নামে নিচুটোলার এক ব্যক্তিকে গ্রেফতার করে। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “৫-৬ মিলে ওই বৃদ্ধকে খুন করেছে। মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। বাকিদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় ৫ কাঠা একটি জমি ৫ লক্ষ টাকায় কেনার জন্য আবতার শেখ সাড়ে তিন লক্ষ টাকা অগ্রিম দেন ধৃত মাবুদ মিঁয়াকে। দেড় লক্ষ টাকা নিয়ে বৃহস্পতিবার আবতার শেখকে জমি রেজিস্ট্রি করার কথা দিয়েছিল মাবুদ মিঁয়া। কিন্তু তার আগেই আবতাব শেখকে বুধবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে খুন করার অভিযোগ উঠেছে মাবুদ মিঁয়ার বিরুদ্ধে। নিহতের ছেলে আনোয়ার শেখ জানান, রাত নয়টা নাগাদ মাবুদ মিঁয়া ফোন করে বাবাকে দেড় লক্ষ টাকা দিতে হবে বলে জানায়। গোলাপগঞের কাছে গিয়ে টাকা দিতে বলে। নইলে জমি রেজিস্ট্রি হবে না বলেও জানায়। বাবা টাকা নিয়ে বার হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। এদিন আমবাগানে বাবার দেহটি পড়েছিল। নিহতের ছেলের অভিযোগের ভিত্তিতে পুলিশ সকালে মাবুদ মিঁয়াকে গ্রেফতার করে।
|
অপহরণের দু’দিন পরেই উদ্ধার ছাত্র
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
অপহরণের দু’দিনের মাথায় এক স্কুলছাত্রকে উদ্ধার করল করণদিঘি থানার পুলিশ। বুধবার গভীর রাতে মালদহের চাঁচল থেকে পুলিশ ওই ছাত্রকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেয়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ জানায়, ওই ছাত্র ৪ নভেম্বর রাতে তার দাদুর সঙ্গে ঘুমোতে গিয়েছিল। বাড়ির থেকে ১০০ মিটার দূরে তাদেরই একটি গুদাম ঘরে ঘুমনোর কথা। রাস্তায় পাঁচ জনের একটি দুষ্কৃতী দল তাদের পথ আটকে দেয়। প্রৌঢ়কে মারধর করে ওই ছাত্রকে অপহরণ করে বলে অভিযোগ। এর পরে অবশ্য ৩০ লক্ষাধিক টাকা মুক্তিপণও চায় দুষ্কৃতীরা। পুলিশ তদন্তে নেমে মোবাইলের নেটওয়ার্কের ভিত্তিতে অনুসন্ধান করে ওই স্কুল ছাত্রকে উদ্ধার করে। ধৃত তিন জনের নাম আবেদ আলি, জাকির হুসেন ও রামজান আলি। আবেদের বাড়ি ইটাহার থানা এলাকায়। জাকির ও রামজান মালদহের চাঁচলের বাসিন্দা। ধৃতদের বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান টাকা নেওয়ার উদ্দেশ্যেই দুষ্কৃতীরা এক ব্যবসায়ীর পুত্র ওই স্কুল ছাত্রকে অপহরণ করেছিল। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “তিন জনকে ধরা হয়েছে। ঘটনায় যুক্ত বাকীদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।” পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাতে করণদিঘির ওই স্কুলছাত্রকে অপহরণ করে দুষ্কৃতীরা মাঠ দিয়ে প্রায় দু’কিলোমিটার দূরের রাস্তায় নিয়ে যায়। সেখান থেকে একটি ছোট গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। ওই ছাত্র বলে, “আমাকে খুনের ভয় দেখিয়ে একটি গ্রামে নিয়ে গিয়ে মাটির ঘরে তালা বন্ধ করে রেখেছিল।”
|
কালোবাজারির নালিশ বালুরঘাটে
নিজস্ব সংবাদাদাতা • বালুরঘাট |
আলু নিয়ে কালোবাজারির অভিযোগ উঠল বালুরঘাটে। বৃহস্পতিবার বালুরঘাটে প্রতি কেজি আলুর দাম উঠে গেল ৩০ টাকায়। বুধবার স্থানীয় বাজারে পচা-ধসা আলুও অমিল হয়ে যায়। এর পরে এক শ্রেণির ব্যবসায়ী আলুর কালোবাজারিতে নেমে পড়েন বলে অভিযোগ। এ দিন সকালে শহরের দুটি বড় সব্জির বাজারের একটি তহবাজার এবং বেলতলা পার্ক বাজারে গিয়ে দেখা যায়, থলে হাতে সাধারণ মানুষ আলুর খোঁজে ঘুরছেন। বালুরঘাটের বিধায়ক তথা সমবায় মন্ত্রী শঙ্কর চক্রবর্তীকে ফোন করলে জানানো হয়, মন্ত্রী ব্যস্ত থাকায় কথা বলতে পারবেন না। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক তাপস চৌধুরী বলেন, “জেলার ৪টি হিমঘরে ৪২,০০০ কুইন্টাল আলু মজুত রয়েছে। এর মধ্যে চাষিদের আলু কতটা রয়েছে তা খতিয়ে দেখতে সরকারি অফিসারদের নিয়ে চারটি দল তৈরি করে অভিযানে নামতে বলা হয়েছে। হিমঘরের আলু ব্যবসায়ীদের মাধ্যমে বাজারে বিক্রির ব্যবস্থা করা হবে। এতে আলুর কালোবাজারি বন্ধ হবে।” বালুরঘাট চেম্বার অব কমার্সের সভাপতি রাজা বাগচী বলেন, প্রশাসনের ওই উদ্যোগে আমাদের কোনও আপত্তি নেই। তাঁর দাবি, “হিমঘর থেকে আলু বের করে প্রশাসনকেই বিক্রির ব্যবস্থা করতে হবে। ব্যবসায়ীরা ওই দায়িত্ব নেবেন না।”
|
কলেজে গোলমাল
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের গোলমাল হল কোচবিহার কলেজে। বৃহস্পতিবার দুপুরে। পরে পুলিশ পরিস্থিতি সামলায়। এ দিন কলেজে টিএমসিপি সমর্থকরা শাখা খোলার জন্য গেলে কলেজের ছাত্র পরিষদ সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি অরিন্দম দে বলেন, “পরিকল্পিত ভাবে কলেজে ঢুকে টিএমসিপি সমর্থকরা তাণ্ডব চালায়। নোটিশ বোর্ড ভাঙচুর করা হয়।” টিএমসিপির উত্তরবঙ্গের আহ্বায়ক বরুণ দত্তের অভিযোগ, “আমাদের ছেলেরা ইউনিট খোলার জন্য ওই কলেজে গেলে ছাত্র পরিষদ সমর্থকরা হুমকি দেয়। তাতে উত্তেজনা ছড়ায়। ভাঙচুরের অভিযোগ ভিত্তিহীন।” জেলা পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেন, “জমায়েত থেকে উত্তেজনা ছড়ায়। তবে গোলমাল কিছু হয়নি।”
|
সোনার দোকানে চুরি
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
সোনার দোকানে চুরির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে রায়গঞ্জের বিবেকানন্দ মোড় এলাকায়। স্থানীয় বীরনগর এলাকার বাসিন্দা নিতাই কর্মকার নামে দোকানের মালিকের অভিযোগ, দোকানের পিছনে ঘুলঘুলি ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। একটি সিন্দুক ও আলমারি ভেঙে সোনা রূপোর গয়না চুরি করে পালায়।
|
গঙ্গাযমুনা নাট্য উৎসব
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
আজ শুক্রবার থেকে ৪ দিন ধরে বালুরঘাটে শুরু হচ্ছে গঙ্গা-যমুনা নাট্য উৎসব। গণনাট্য সঙ্ঘের শপথ শাখা এবং অনীকের যৌথ উদ্যোগে স্থানীয় নাট্য মন্দিরে ওই উৎসব আগামী ১১ নভেম্বর পর্যন্ত চলবে। বাংলাদেশ এবং রাজ্যের মোট ৫টি নাটকের দল অংশ নিচ্ছে। |