শ্রমজীবীতে হার্ট ইউনিট গড়া শুরু |
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
এ বার পূর্ণাঙ্গ হার্ট ইউনিট গড়ার কাজে হাত দিল শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতাল। সেটি হলে হুগলির ওই গ্রামীণ হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি, স্টেন্ট বা পেসমেকার বসানো, বেলুন সার্জারি, ওপেন হার্ট বা বাইপাস সার্জারি-সহ হৃদ্রোগের যে কোনও অস্ত্রোপচার এখানে করা যাবে।
বৃহস্পতিবার সকালে পিয়ারাপুর পঞ্চায়েতের বড়বেলু গ্রামে ওই হার্ট ইউনিট গড়ার সূচনার কথা আনুষ্ঠানিক ভাবে জানানো হয়। এক দশকেরও বেশি আগে সূচনা শুরু হয়েছিল, সেই বেলুড় শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতির সম্পাদক চিকিৎসক অনিল সাহা বলেন, “উন্নত পরিকাঠামো ছাড়া হৃদরোগের চিকিৎসা সম্ভব নয়। জেলায় তা নেই বললেই চলে। কলকাতার যে সব জায়গায় আছে, সেখানে এত খরচ যে সাধারণ মানুষ তা বহন করতে পারেন না। আমরা ঠিক করেছি, ন্যায্যমূল্যে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করব।” হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ওই ইউনিটের জন্য ক্যাথল্যাব মেশিন-সহ আনুষঙ্গিক আরও কিছু যন্ত্রপাতি কিনতে হবে। খরচ হবে প্রায় দেড় কোটি টাকা। আগামী বছর ২৬ জানুয়ারি, এই প্রকল্প শুরু করার লক্ষ্য নিয়েই তাঁরা এগোচ্ছেন। একই দিনে ক্যান্সার এবং ডায়ালিসিস ইউনিটেরও উদ্বোধন হবে। সমিতির কার্যকরী সভাপতি ফণিগোপাল ভট্টাচার্য বলেন, “২০০৫ সালে বেলুড়ের হাসপাতালে আমরা বাইপাস সার্জারি প্রকল্প গড়ে তুলি। নাম দেওয়া হয়েছিল ‘হৃদয় ছুঁয়ে’। শ্রীরামপুরে পূর্ণাঙ্গ কার্ডিয়াক ইউনিট প্রকল্পের নাম ‘আবার হৃদয় ছুঁয়ে’। মানুষের দানেই এই হাসপাতাল গড়ে উঠছে।” হাসপাতালের তরফে জানানো হয়েছে, কেউ ৪৮ হাজার ট াকা দিলে তিনি বা তাঁর আত্মীয়-পরিজন বিনা পয়সায় এক বার চিকিৎসার সুযোগ পাবেন। পাঁচ বছর পরে চাইলে টাকা তুলেও নিতে পারেন। ব্যক্তিগত অনুদান ছাড়াও কুপন ছেপে গোটা রাজ্যে অর্থ সংগ্রহ করা হবে। বিভিন্ন স্টেশনে ছোট সভা করা হবে। |