ক্যান্সার সচেতনতায়
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন হল শিলিগুড়িতে। বৃহস্পতিবার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় ক্যান্সার নিয়ে সচেতনতা প্রচার করা হল। সুমিতা ক্যানসার সোসাইটি নামে ওই সংস্থা গত ৪ নভেম্বর থেকে শিলিগুড়ি শহরের দাগাপুর এলাকায় সারভাইক্যাল ক্যান্সারের পরীক্ষার জন্য শিবির করে পরীক্ষা করছেন। ক্যান্সার পরীক্ষা করতে উপস্থিত ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। বক্তব্য পেশ করেন মার্কিন ক্যানসার বিশেষজ্ঞ ডেভিড বেটসিল, কানাডার লরেন জর্জ প্রমুখ বলে জানিয়েছেন সংগঠনের শিলিগুড়ি শাখার সম্পাদক মদন কুমার ভট্টাচার্য। শুক্রবার ৫ দিন ধরে চলা ক্যান্সার পরীক্ষার শেষ দিন বলেও জানানো হয়েছে।
|
ক্যানসার নিয়ে আলোচনা সভা।—নিজস্ব চিত্র। |
বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে এক সচেতনতা শিবির হল মেদিনীপুর মেডিক্যালে। বৃহস্পতিবার নার্সিং কলেজে দিনটি উদ্যাপন করা হয়। সচেতনতা শিবিরের পাশাপাশি ক্যুইজ প্রতিযোগিতার আয়োজিত হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিক্যালের অধ্যক্ষ তমালকান্তি ঘোষ, জেলার উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান, নার্সিং কলেজের অধ্যক্ষা অপর্ণা সাহা। নার্সিং কলেজের ছাত্রীরা শিবিরে যোগ দেন। কী ভাবে ক্যানসার হয়, প্রতিরোধে কী করা দরকার, তা জানানো হয়। চিকিৎসকদের পরামর্শ, বেশি করে শাকসব্জি খেতে হবে। নিয়মিত শরীরচর্চা করতে হবে। তামাকজাত এবং মাদকদ্রব্য থেকে দূরে থাকতে হবে।
|
বৃহস্পতিবার ভোরে একটি আলো থেকে ধোঁয়া বেরোতে শুরু করে আসানসোল হাসপাতালের এসএনসিইউ-তে। তড়িঘড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় সেখানে ভর্তি থাকা আট শিশুকে। পরে তাদের বর্ধমান মেডিক্যালে স্থানান্তর করা হয়। বিদ্যুতের সরঞ্জামে ত্রুটির জন্যই ধোঁয়া বেরিয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমান। তবে এই বিভাগের সব বিদ্যুতের লাইন পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আসানসোলের সিএমওএইচ মনিকাঞ্চন সাহা।
|
বৃহস্পতিবার ছিল ‘বিশ্ব ক্যানসার সচেতনতা দিবস’। সেই উপলক্ষে হাওড়া জেলার পাঁচলার রানিহাটিতে একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে মোটরবাইক র্যালি বেরোয়। |