মা-শিশুর মৃত্যুহার কমাতে নয়া প্রকল্প
প্রসূতি মা ও গর্ভস্থ শিশুদের সুস্থ রাখতে ‘মা তুঝে সালাম’ নামের এক প্রকল্প হাতে নিয়েছে মালদহ জেলা প্রশাসন। আগামী ১৬ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে প্রশাসন জেলার ১৫টি ব্লক ও দুইটি পুরসভা এলাকায় ওই প্রকল্পের সূচনা করবে। প্রকল্পটি সঠিকভাবে রূপায়ন করা গেলে মা ও শিশু মৃত্যু অনেকটাই আটকানো যাবে বলে প্রশাসনিক আধিকারিকদের আশা। এই উদ্যোগ রাজ্যে প্রথম বলে দাবি করেছেন মালদহের জেলাশাসক গোদালা কিরণ কুমার। তিনি বলেন, “গত তিন বছরে জেলায় প্রচুর শিশু ও মায়ের মৃত্যু হয়েছে। যা অন্য জেলার চেয়ে অনেক বেশি। অপুষ্টি ও কম বয়সের বিয়ের কারণে কম ওজনের শিশুর জন্ম দিচ্ছেন মেয়েরা। তার পরে নানা কারণে শিশুটি মারা যাচ্ছে। এটাকে আটকানোই প্রকল্পের লক্ষ্য।”
প্রশাসনিক সূত্রের খবর, প্রত্যেক মাসে জেলার ১৫ ব্লক ও দুটি পুরসভায় এলাকায় ৩০০-৪০০ গর্ভবতী মা’কে সনাক্ত করা হবে। এরপর অঙ্গনওয়ারি কর্মীরা সেই গর্ভবতী মায়েদের হাতে আয়রন ট্যাবলেট, ফল ও সবজির একটি করে বাক্স তুলে দেবেন। প্রসবের আগে অবধি প্রতিমাসে একবার করে বাক্সটি দেওয়া হবে। পাশাপাশি, একটি পুস্তিকা দেওয়া হবে মায়েদের। তাতে গর্ভস্থ সন্তানকে সুস্থ রাখতে কী কী খেতে হবে, কখন কখন প্রতিষেধক নিতে হবে সব লেখা থাকবে। মাতৃযান-সহ সরকারের কী কী সুযোগ সুবিধা রয়েছে সেই সমস্ত বিষয় লেখা থাকবে ওই পুস্তিকায়।
এপ্রিল ২০১১ মার্চ ২০১২ প্রসবকালীন মায়ের মৃত্যু ৭৪। শিশুর মৃত্যু ১৫০৬।
এপ্রিল ২০১২ মার্চ ২০১৩ প্রসবকালীন মায়ের মৃত্যু ১০৭। শিশুর মৃত্যু ১৮৩৯।
এপ্রিল সেপ্টেম্বর ২০১৩ প্রসবকালীন মায়ের মৃত্যু-৫৮। শিশুর মৃত্যু-৬০৬।
জেলাশাসক জানান, প্রতিমাসে জেলার ৫-৬ হাজার গর্ভবতী মা’কে পুষ্টিকর খাবার পৌঁছে সচেতন করা হবে। আশা করছি, মালদহে মা ও শিশু মৃত্যুর সংখ্যা অনেকটা কমবে। বাড়িতে প্রসবের বদলে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালের প্রসবের সংখ্যাও বাড়বে। মা এবং পরিবারের লোকজন অনেক সচেতন হবে।
গত তিন বছর ধরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বেশ কয়েক দফায় অনেক সংখ্যক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এই নিয়ে রাজ্যে হইচই হয়। শিশু মৃত্যু রুখতে রাজ্য সরকার টাস্কফোর্স তৈরি করে। মেডিক্যাল কলেজে এসএনসিইউ ও শিশু বিভাগে অতিরিক্ত বেড বাড়ানো হয়। টাক্সফোর্সের টিকিৎসক থেকে শুরু করে জাতীয় শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের সদস্য বিনোদ কুমার টিকো মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করে জানিয়ে দেন, অপুষ্টির কারণে মায়েরা কম ওজনের শিশুদের জন্ম দিচ্ছে। তাতে অনেক শিশু মারা যাচ্ছে। গর্ভবতী মায়েদের অপুষ্টির হাত থেকে রক্ষা না করলে জেলায় শিশু মৃত্যু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
মা তুঝে সালাম প্রকল্প বাস্তবায়িত করতে বৃহস্পতিবার জেলাশাসক জেলার আইডিএসের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তার পরেই অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গেও জেলাশাসক বৈঠক করে প্রকল্পের বিষয়টি তাঁদের সামনে তুলে ধরেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.