উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও জনসংখ্যার বিচার করে মাটিগাড়া ব্লকের শিবমন্দির এলাকায় নতুন থানা তৈরির পরিকল্পনা নিয়েছে শিলিগুড়ি পুলিশ। সম্প্রতি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের একটি বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ সূত্রের খবর, নতুন ওই থানার গড়ার সরকারি প্রক্রিয়া শুরু করা হয়েছে। ঠিক হয়েছে মাটিগাড়া ১ নম্বর পঞ্চায়েত এবং আঠারোখাই পঞ্চায়েত এলাকা ওই নতুন থানার আওতায় রাখা হবে। জাতীয় সড়কের পাশেই শিবমন্দিরে থানার পরিকাঠামোর জন্য প্রায় ২ একর জমি খোঁজা হচ্ছে।
ইতিমধ্যে পুলিশ কমিশনার কে জয়রামন জমির জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমীরকুমার দাসের সঙ্গেও কথাও বলেছেন। পুলিশ কমিশনার বলেন, “শিবমন্দির এলাকার গুরুত্ব প্রতিদিনই বেড়ে চলেছে। বিভিন্ন সরকারি দফতর, বিশ্ববিদ্যালয় ওই এলাকায় রয়েছে। নানা দিক খতিয়ে দেখে খুব দ্রুত রাজ্য সরকারের কাছে নতুন থানার প্রস্তাব পাঠানো হচ্ছে।”
পুলিশ সূত্রের খবর, শিবমন্দিরের বিভিন্ন এলাকা খতিয়ে দেখার পর ঠিক হয়েছে জাতীয় সড়কের পাশেই ওই থানা তৈরি করা গেলে সমস্ত দিক থেকে সুবিধা হবে। সেক্ষেত্রে ওই এলাকায় জাতীয় সড়কের পাশে প্রচুর জমি রয়েছে বিশ্ববিদ্যালয়ের হাতেই। তাই বিশ্ববিদ্যালয়েই জমির ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছেন পুলিশ কমিশনার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “পুলিশ কমিশনার জমির কথা বলেন। বিষয়টি আমাদের ভাবনার মধ্যে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন মেনেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
বর্তমানে মাটিগাড়া-১ এবং আঠারোখাই এলাকাটি মাটিগাড়া থানার অধীনে। বিশ্ববিদ্যালয়, বিএড কলেজ, বিডিও অফিস, মেডিক্যাল কলেজ, আইন কলেজ, বিএসএফের উত্তরবঙ্গের সদর দফতর থেকে মাটিগাড়ার থানার দূরত্ব কয়েক কিলোমিটার। রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক কাউন্সিলের, উত্তরবঙ্গের ক্ষুদ্র কৃষি সেচ দফতর-সহ নানা সরকারি দফতর। রয়েছে একাধিক হাই স্কুলও। দুটি পঞ্চায়েত এলাকায় জনসংখ্যা প্রায় ১ লক্ষ ছুঁইছুই। সরকারি হিসাবেই এই এলাকায় জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় বছরে প্রায় ৪০ শতাংশ। রাজ্যের গড় ১৮ শতাংশের মতো। প্রতিদিনই এলাকায় বাড়িঘর, নতুন নতুন প্রতিষ্ঠান গজিয়ে উঠছে।
পুলিশ সূত্রের খবর, রাতবিরেতে থানা থেকে বিভিন্ন এলাকায় পৌঁছতে বা বাসিন্দাদের যেতে অনেক সময় লাগে। তেমনিই বিশ্ববিদ্যালয়ে কোনও আইন শৃঙ্খলার সমস্যা হলে মাটিগাড়া থেকে পুলিশ পৌঁছতে অনেকটা সময় লেগেই যায়। বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন এই এলাকায় সাধারণত জাতীয় সড়ক অবরোধ করে থাকে। এই সমস্ত দিক চিন্তাভাবনা করেই নতুন থানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন থানার নাম হয় শিবমন্দির থানা বা আঠারোখাই থানা রাখে হচ্ছে বলে পুলিশ কমিশনারেট সূত্রের খবর।
গত ২০১২ সালের ৪ অগস্ট শিলিগুড়ির মাল্লাগুড়িতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি পুরসভা এবং লাগোয়া রাজগঞ্জ ব্লকের কিছু এলাকা নিয়ে পুলিশ কমিশনারেটের এলাকা ঠিক করা হয়। যার আয়তন প্রায় ৬৪০ বর্গ কিলোমিটারের মত। প্রাথমিকভাবে শিলিগুড়ি, প্রধাননগর, মাটিগাড়া, বাগডোগরা ও জলপাইগুড়ি ভক্তিনগর এলাকাকে এর আওতায় আনা হয়। |