ডিভিসি-র তাপবিদ্যুৎ প্রকল্পের জটিলতাকে সামনে রেখে রঘুনাথপুরে সার্বিক শিল্পায়ন প্রক্রিয়া থমকে যাওয়ার অভিযোগ তুলে আন্দোলনে নামতে চায় সিপিএম। কাল, শনিবার দলের যুব সংগঠন ডিওয়াইএফের রাজ্য কমিটির উদ্যোগে রঘুনাথপুর শহরে সমাবেশ হচ্ছে। যার মূল দাবি, রঘুনাথপুরে শিল্প প্রকল্পগুলির দ্রুত রূপায়ণ। থাকবেন প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন ও স্থানীয় সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া।
বৃহস্পতিবার পুরুলিয়ায় সাংবাদিক বৈঠকে বাসুদেববাবু বলেন, “রাজ্য সরকারের উদাসীনতায় রঘুনাথপুর থেকে রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রকল্প চলে যাচ্ছে। এটা আমরা হতে দেব না। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে এই ঘটনা আমরা রুখব।” এ দিনই রঘুনাথপুরে ডিওয়াইএফের রাজ্য সভাপতি আভাস রায়চৌধুরী বলেন, “রাষ্ট্রায়ত্ত একটি সংস্থা রাজ্য সরকারের অযোগ্যতার জন্য চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আমরা যথেষ্ট উদ্বিগ্ন। ডিভিসি-র প্রকল্প সহ বামফ্রন্ট সরকারের সময়ে এলাকায় আসা বিভিন্ন শিল্প-প্রকল্প রূপায়ণের দাবিতে ধারাবাহিক আন্দোলন হবে।”
বাম আমলেই রঘুনাথপুরে শিল্পায়নের প্রক্রিয়া শুরু হয়েছিল। এ দিন সে কথা উল্লেখ করে বাসুদেববাবু দাবি করেন, তাঁরাই সংসদে দাবি তুলে রঘুনাথপুরে ডিভিসি-র এই মেগা বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করিয়েছিলেন। সেই সময়ে জমি নিয়ে সমস্যা হয়নি। প্রকল্পের জন্য বেশির ভাগ জমিই কার্যত বিনা বাধায় অধিগ্রহণ করা হয়েছিল। সর্বদল বৈঠক ডেকে জমির মূল্য স্থির হয়েছিল। সাংসদের অভিযোগ, “অথচ এখন সামান্য পরিমাণ জমি নিয়েও সমস্যা হচ্ছে। যার জন্য দায়ী রাজ্য সরকারের নেতিবাচক ও উদাসীন মনোভাব।” ডিভিসি-র প্রকল্পের ‘ওয়াটার করিডর’ নিয়ে আন্দোলনকারী জমি মালিকদের একাংশের দাবিকে নৈতিক সমর্থন জনিয়েছে সিপিএম। কিন্তু জোর করে কাজ বন্ধ করে আন্দোলনের পদ্ধতিকে তাঁরা সমর্থন করেন না বলেও এ দিন জানান সাংসদ।
অন্য দিকে, আভাসবাবুরও বক্তব্য, “শিল্পের জন্য জমির প্রয়োজন। বামফ্রন্ট সরকারের সময়েই মূল প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি সকলের মতামত নিয়ে অধিগৃহীত হয়েছিল। বর্তমানে যে সমস্যার জন্য প্রকল্প ঘিরে জটিলতা তৈরি হচ্ছে, তার জন্য দায়ী বর্তমান রাজ্য সরকারের দ্বিচারিতামূলক মনোভাব।” তাঁর কটাক্ষ, “রাজ্য সরকার শিল্পপতিদের নিয়ে বিজয়া সম্মিলনী করছে। অথচ মাটিতে নেমে সমস্যার সমাধান করছে না!” রেলমন্ত্রী থাকাকালীন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় আদ্রায় রেল-এনটিপিসি যৌথ উদ্যোগে তাপবিদ্যুৎ কেন্দ্র এবং আনাড়ায় রেলের কোচ কারখানা নির্মাণের ঘোষণা করেছিলেন। ওই দু’টি প্রকল্প নিয়েও বর্তমান মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন ডিওয়াইএফের রাজ্য নেতা।
সিপিএমের তোলা অভিযোগের প্রতি কটাক্ষ করে জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “যারা সাড়ে তিন দশক ক্ষমতায় থেকেও রাজ্যে শিল্প গড়তে পারেনি, তাদের মুখে শিল্প নিয়ে সমালোচনা মানায় না।” তাঁর পাল্টা দাবি, রঘুনাথপুরে শিল্পায়ন নিয়ে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। সমস্যা মিটিয়ে কাজ দ্রুত শুরু হবে। গ্যাস ঘিরে আতঙ্ক। পুকুর পাড়ের মাটি থেকে গ্যাস বের হওয়ায় আতঙ্ক ছড়াল বীরভূমের লাভপুরের ইন্দাস গ্রামে। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের বরি পুকুর সংলগ্ন একটি ফাটল থেকে গ্যাস বের হয়। বেলা বাড়তে গ্যাসের তীব্রতাও বাড়ে। লাভপুরের বিডিও জীবনকৃষ্ণ বিশ্বাস বলেন, “ওই গ্যাস মিথেন হতে পারে। আতঙ্ক কাটাতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। রাখা হয়েছে দমকলের একটি ইঞ্জিন এবং বসানো হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্পও।”
|
শিশুর গলায় ভোজালি ঠেকিয়ে, বাড়ির লোককে মারধর করে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। বুধবার রাতে পুরুলিয়ার ঝালদা শহরের ঘটনা।
|