টুকরো খবর |
হুকিং নিয়ে প্রতিবাদ করায় সংঘর্ষ, প্রধানকে হেনস্থা
নিজস্ব সংবাদদাতা • মন্দিরবাজার |
হুকিং করে কারাখানা চালানোর প্রতিবাদ করায় দু’পক্ষের সংঘর্ষে এক জন জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি মন্দিরবাজারের রঘুনাথপুর গ্রামের। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রঘুনাথপুরের বাসিন্দা আনন্দ নস্করের একটি আইসক্রিম কারখানা আছে। ওই কারখানায় হুকিং করে বিদ্যুৎ নেওয়া হয়েছে বলে অভিযোগ করে প্রতিবাদ করেন ওই গ্রামেরই স্বপন জাটুয়া। বুধবার বিকেলে এ নিয়ে গ্রামবাসীরা দু’দলে ভাগ হয়ে গিয়ে মারপিট শুরু করে। মারামারির মধ্যেই স্বপন ধারাল অস্ত্র দিয়ে আনন্দর বাঁ হাতে কোপ মারে বলে অভিযোগ। জখম আনন্দকে স্থানীয় নাইয়ার হাট গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশের কাছে স্বপনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়। কিন্তু পুলিশ স্বপনকে গ্রেফতার না করায় ক্ষোভ দেখা দেয় গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, স্বপন মন্দিরবাজার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তৃণমূলের দিলীপ জাটুয়ার ভাই হওয়াতেই তাকে গ্রেফতার করছে না পুলিশ। প্রসঙ্গত দিলীপবাবুর স্ত্রী রিতাদেবী রঘুনাথপুর পঞ্চায়েতের প্রধান। বৃহস্পতিবার তিনি পঞ্চায়েত দফতরে যাওয়ার সময় স্বপন গ্রেফতার না হওয়ার জন্য গ্রামবাসীরা তাঁকে ঘেরাও করলে তিনি একজনকে চড় মারেন বলে অভিযোগ। এর পরেই গ্রামবাসীরা তাঁর উপরে চড়াও হয়। তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এ নিয়ে তিনি থানায় অভিযোগও দায়ের করেন। পুলিশ জানিয়েছে, দু’পক্ষই অভিযোগ করেছে। এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
|
পুলিশ হেফাজতে মৃত্যু, রিপোর্ট চাইল কমিশন
নিজস্ব সংবাদদাতা • কুলতলি |
পুলিশ হেফাজতে বন্দি মৃত্যুর ঘটনায় জেলাশাসক ও পুলিশ সুপারকে তদন্ত করে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করার সুপারিশ করল রাজ্য মানধিকার কমিশন। বৃহস্পতিবার কমিশনের রেজিষ্ট্রার রবীন্দ্রনাথ সামন্ত বলেন, “দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার ও জেলা শাসককে সুপারিশ করা হয়েছে। কমিশন সূত্রের খবর, অতিরিক্ত জেলাশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার অফিসারদের দিয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। গত রবিবার কুলতলি থেকে করিম গাজি(৩৫) নামে এক ব্যক্তিকে নাইন এম এম পিস্তল সহ ধরা হয়। থানায় আনার পর বুকে ব্যাথা অনুভব করে করিম। তাকে জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অম্বলের ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়। থানায় এলে ফের বুকে ব্যাথা অনুভব করে করিম। ফের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সুপারিশ করেন চিকিৎসকরা। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় করিম গাজির।
|
শব্দবাজি নিয়ে প্রতিবাদে খুনে ধৃত আরও ১
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর |
কালীপুজোর রাতে শব্দবাজির প্রতিবাদ করায় খুন হয়েছিলেন অশোকনগরের সুকান্তপল্লির পিন্টু বিশ্বাস। ওই ঘটনায় দু’জনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। বুধবার বিকেলে বনগাঁ স্টেশন থেকে শেখর কীর্তনিয়া নামে আরও এক অভিযুক্ত ধরা পড়ে। বাড়ি সুকান্তপল্লিতে। যে চপার দিয়ে পিন্টুকে খুন করা হয়েছিল, শেখরের কাছ থেকে সেটিও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, বুধবার রাতে ডায়মন্ড হারবারের পারুলিয়া গ্রামে প্রতিমা বিসর্জনের সময় শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।
|
জমি নিয়ে খুন
নিজস্ব সংবাদদাতা • মন্দিরবাজার |
জমি নিয়ে বিবাদে দাদাকে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। বুধবার রাতে মন্দিরবাজারের রাঙাবেড়িয়া গ্রামে নিহতের নাম বাদল আদলদার (৫৭)। পুলিশ জানায়, ওই দিন রাত সাড়ে ৮টা নাগাদ জমি নিয়ে বাদলবাবুর সঙ্গে তাঁর ভাই মহাদেবের বচসার সময় মহাদেব শাবল দিয়ে দাদার মাথায় মারে বলে অভিযোগ। বাদলবাবুকে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। নিহতের স্ত্রীর অভিযোগ পেয়ে মহাদেব ও তাঁর স্ত্রী, ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
|
মন্দিরে চুরি
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
তালা ভেঙে মন্দিরে ঢুকে প্রতিমার গায়ের অলঙ্কার ও গোপালের মূর্তি চুরি করে পালাল দুষ্কৃতীরা। বুধবার রাতে বসিরহাটের সংগ্রামপুর কালীবাড়িতে চুরির ঘটনায় বাসিন্দারা খুব ক্ষুব্ধ। বসিরহাটে ইছামতী সেতু পেরিয়ে যেতে হয় কয়েকশো বছরের পুরনো সংগ্রামপুর কালীবাড়িটিতে। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরে বাসিন্দারা দেখেন মন্দিরের পিছনের দরজা খোলা। পুরোহিত রমেশ চক্রবর্তী বলেন, “প্রতিমার মুকুট, অলঙ্কার-সহ পিতলের মূর্তি চুরি হয়েছে।”
|
বোমা মেরে খুনের চেষ্টা |
তৃণমূল কর্মীকে বোমা মেরে জখম করল দুষ্কৃতী। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মছলন্দপুরের বাসিন্দা বিশ্ব কুণ্ডু নামে ওই যুবক বেলেডাঙায় রেললাইনে বসেছিলেন। সে সময়ে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালায়। তৃণমূলের তরফে এই ঘটনায় অভিযোগ করা হয়েছে সিপিএম-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।
|
প্রতিবন্ধীকে ধর্ষণ, গ্রেফতার যুবক |
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। উত্তর ২৪ পরগনার গোপালনগরের বাসিন্দা ওই তরুণী গত ৪ নভেম্বর রাতে একাই ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। অভিযোগ, সে সময়ে ফারুক মণ্ডল নামে এক যুবক তাঁকে ঝোপের মধ্যে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বৃহস্পতিবার গ্রেফতার করা হয় তাকে। |
|