রাস্তায় জায়গা দেওয়া নিয়ে দু’পক্ষের বচসা ও গোলমালের জেরে ধারাল অস্ত্রের কোপে বাঁ হাতের কব্জি কাটা পড়ল এক যুবকের। জখম হন আর এক যুবকও। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের নারায়ণপুর গ্রামে। পল্লব টিকাদার এবং শোভন টিকাদার নামে জখম দু’জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্তেরা পলাতক। তাদের খোঁজ চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে গ্রামের কালীপুজোর বিসর্জন ছিল। রাত একটা নাগাদ বিসর্জন সেরে হেঁটে ফিরছিলেন পল্লব, শোভন-সহ কয়েক জন যুবক। সেই সময়ে কাজ সেরে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন গ্রামেরই যুবক জয়রাম টিকাদার। গাড়িটি বিসর্জন-ফেরত যুবকদের পিছনে চলে আসে। সংকীর্ণ রাস্তায় জায়গা দেওয়া নিয়ে জয়রামের সঙ্গে বচসা শুরু হয়ে যায় পল্লব, শোভনদের। পল্লবেরা দলে ভারী থাকায় তখনকার মতো পিছু হটেন জয়রাম।
অভিযোগ, কিছু ক্ষণ পরেই সশস্ত্র অবস্থায় গ্রামেরই কয়েক জন যুবককে গাড়িতে তুলে ফিরে আসেন জয়রাম এবং বিসর্জন-ফেরত যুবকদের উপরে চড়াও হন। দু’পক্ষের মধ্যে ফের গোলমাল বাধে। জয়রামের দলের এক যুবকের অস্ত্রের কোপেই পল্লবের বাঁ হাতের কব্জি কেটে পড়ে যায় বলে অভিযোগ। ঘাড়ে কোপ পড়ে পল্লবের বন্ধু শোভন টিকাদারেরও। দু’জনকেই প্রথমে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের স্থানান্তরিত করানো হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। এই ঘটনায় থানায় জয়রাম ও তাঁর দলবলের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে। |